তিনদিনের আমেরিকা সফরে রওনা দিলেন প্রধান নরেন্দ্র মোদি। শনিবার সকালে আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন মোদী।কোয়াড সামিটে যোগদান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা-সহ ঠাসা কর্মসূচি রয়েছে নমোর।
কোয়াডের সদস্য দেশের সংখ্যা চার। ভারত ছাড়াও কোয়াডে রয়েছে আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। এ বছর কোয়াডের চতুর্থ বৈঠক আয়োজন করেছে আমেরিকা। সে দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে মোদী বলেছেন, ‘‘আমার সহকর্মী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সংহতি এবং অগ্রগতির কথা চিন্তা করে, এমন চার সমদর্শী দেশের সংগঠন হিসাবে কোয়াড উঠে এসেছে। বাইডেনের সঙ্গে আমার বৈঠকে আমেরিকা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি আশা করছি।’’
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিস্থিতির মতো চ্যালেঞ্জগুলি নিয়ে কোয়াড বৈঠকে আলোচনা করা হবে। এছাড়াও, ক্যান্সার প্রতিরোধ, শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়া হবে। চার রাষ্ট্র প্রধান বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে নতুন উদ্যোগ ও প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করবেন।
নিজের শহর উইলমিংটনে কোয়াডের বৈঠক আয়োজন করেছেন বাইডেন। ওই বৈঠক ছাড়াও আমেরিকায় তিন দিনে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর। তিনি বলেছেন, ‘‘আমেরিকায় ভারতীয় প্রবাসীদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। সেই সঙ্গে সে দেশের ব্যবসায়ীদের সঙ্গেও দেখা হবে আমার। তাঁরাই দুই দেশের মধ্যেকার সম্পর্কে স্বচ্ছতা প্রদান করেন।’’