Narendra Modi: PM Modi writes Navratri special 'Garbo' lyrics, sung by Dhvani Bhanushali

Narendra Modi: দিদির পর এবার গান লিখলেন মোদী! মিউজিক ভিডিও মুক্তি পেল দেবীপক্ষের সকালে

গান লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর লেখা এ বার জায়গা করে নিল বলিউডে। তৈরি হল মিউজিক ভিডিয়ো।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা, গান লেখার কথা সর্বজনবিদিত। কিন্তু তাঁর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ নরেন্দ্র মোদীও যে গান লিখতে পারেন, তা অনেকেরই অজানা ছিল। শনিবার দেবীপক্ষের সূচনালগ্নে সেই খবর ঘোষণা করেই সবাইকে চমকে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই গানের লিঙ্ক পোস্ট করে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানান সঙ্গীত পরিচালকদ্বয় তনিষ্ক বাগচী ও ধ্বনি ভানুশালিকে।

আরও পড়ুন: Accident: ফ্রিজ খুলতেই বিকট শব্দ! কমপ্রেসর ফেটে মৃত্যু ৩ শিশু-সহ ৫ জনের

ধ্বনি ভানুশালী সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, ”ডিয়ার @নরেন্দ্রমোদী জি, তনিষ্ক বাগচী এবং আমি আপনার লেখা গানটি গেয়ে খুবই আনন্দিত হয়েছি। আমরা দুজনেই চেয়েছিলাম একেবারে নতুন ছন্দ, নতুন শব্দ ও নতুন ধাঁচের কিছু একটা করি। আর ‘জাস্ট-মিউজিকে’র কল্যাণে সেটা সম্ভব করতেও পেরেছি!”

ধ্বনি ভানুশালীর ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন নরেন্দ্র মোদীও। মোদী লেখেন, ”ধ্বনি, তনিষ্ক বাগচী এবং ‘জাস্ট-মিউজিকে’র টিমকে ধন্যবাদ। আমি বেশ কয়েকবছর আগে গানটি লিখেছিলাম। গানটি আমাকে অনেক স্মৃতিকাতর করে তুলল। আমি অনেকদিন ধরেই আর কিছু লিখতে পারিনি। তবে, সম্প্রতি আমি নতুন একটি গার্বো লিখতে পেরেছি। সেটা আগামী নবরাত্রিতে প্রকাশ করব…”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা ‘গরবো’ নামে নবরাত্রির এই গানটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।গুজরাটের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা এই নবরাত্রি সং। মোদীর কবিতায় সুর বসানো গান প্রকাশ্যে আসতেই অনেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলেছেন। তৃণমূলের অনেকের বক্তব্য, ‘দিদি’র পরে এ বার মোদীও!

আরও পড়ুন: Israel Palestine Conflict: স্বাধীন ফিলিস্তিনের পক্ষে আমরা, মোদীর উল্টো সুর ভারতীয় বিদেশ মন্ত্রকের গলায়