দেশের অগ্রগতির ক্ষেত্রে আগামী ২৫ বছর ভীষণ গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালের মধ্যে শহিদদের স্বপ্নপূরণ করতে হবে। আর এই স্বপ্নপূরণের জন্য ৫টি সংকল্প নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে সেই ৫ সংকল্পের কথা উল্লেখ করলেন তিনি। কী এই ৫ সংকল্প?
প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আগামী দিনে পাঁচ বড় সঙ্কল্প নিয়ে এগোতে হবে আমাদের। প্রথম সঙ্কল্প হল ভারতের বিকাশ, দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সঙ্কল্প উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সঙ্কল্প ঐক্যবদ্ধ থাকা, পঞ্চম সঙ্কল্প নাগরিক কর্তব্যে অবিচল থাকা।’’
আরও পড়ুন: Assam: ভালবাসার প্রমাণ দিতে HIV+ প্রেমিকের রক্ত নিজের শরীরে নিল কিশোরী
প্রথম সঙ্কল্প বিকশিত ভারতের কথা বলতে গিয়ে স্বচ্ছভারত অভিযান, টিকাকরণ কর্মসূচি, খোলা আকাশে মলত্যাগ বন্ধের মতো একগুচ্ছ কর্মসূচির প্রসঙ্গ উত্থাপন করেছেন মোদী। দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তির প্রসঙ্গে জাতীয় শিক্ষা নীতির কথা উল্লেখ করেছেন। তাঁর কথায়, দাসত্বের মানসিকতা থেকে মুক্তির উপায় হল জাতীয় শিক্ষা নীতি। একই সঙ্গে ‘ডিজিটাল ইন্ডিয়া’র তারিফও করেছেন তিনি।
In coming years,we've to focus on 'Panchpran'- First, to move forward with bigger resolves & resolve of developed India; Second, erase all traces of servitude; Third,be proud of our legacy; Fourth,strength of unity& Fifth,duties of citizens which includes the PM and CMs: PM Modi pic.twitter.com/RgzPnAOuxy
— ANI (@ANI) August 15, 2022
জাতির উদ্দেশে ভাষণে আত্মনির্ভর হওয়ার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘‘বিদেশে তৈরি খেলনা বাতিল করছে শিশুরাও।’’ তাঁর কথায়, ‘‘ভারত গণতন্ত্রের ধাত্রীভূমি। ৭৫ বছর ধরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশ। অনেক সঙ্ঘর্ষের মধ্যে দিয়ে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। বিশ্ব এখন ভারতকে অন্য নজরে দেখে।’’