Pranab Mukherjee: Govt Approves Raj Ghat Site For Pranab Mukherjee's Memorial, His Daughter Thanks PM Modi

Pranab Mukherjee: রাজঘাটে তৈরি হবে প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ শর্মিষ্ঠার

রাজঘাটে তৈরি হবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ। নতুন বছরে বড় সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। ইতিমধ্যেই চিঠি দিয়ে প্রণবের পরিবারকে সে কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র। প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ‘অপ্রত্যাশিত’ এই উপহারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন।

গত ১ জানুয়ারি প্রেরিত ওই চিঠিতে কেন্দ্রের তরফে প্রণবের পরিবারকে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিসৌধ তৈরির জন্য রাজঘাট এলাকার মধ্যেই রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সের একটি জমি বাছা হয়েছে।  এ ব্যাপারে সরকারের থেকে চিঠি পেয়ে মঙ্গলবার সাউথ ব্লকে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রণবের মেয়ে শর্মিষ্ঠা।

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের চিঠি শেয়ার করেছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। টুইটে শর্মিষ্ঠা লিখেছেন, “সরকার সিদ্ধান্ত নিয়েছে বাবার জন্য স্মৃতিসৌধ বানাবে। এ খবর জানার পর প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে গিয়েছিলাম। আরও বড় আনন্দের বিষয় হল, এর জন্য আমরা কোনও আবেদন জানাইনি। প্রধানমন্ত্রীর এই উদারতা আমাকে ছুঁয়ে গেছে”।

শর্মিষ্ঠার কথায়, “বাবা বলতেন, রাষ্ট্রীয় সম্মান কখনও চাওয়া উচিত নয়, তা প্রাপ্য হলে নিজেই এসে পৌঁছাবে। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবার স্মৃতিকে সম্মান জানিয়ে সেই কাজটি করেছেন। বাবা যেখানে আছেন, সেখানে প্রশংসা বা সমালোচনার কোনও প্রভাব পড়ে না। কিন্তু তাঁর কন্যার জন্য, এই মুহূর্তে অনুভূতিকে শব্দে প্রকাশ করা সত্যিই সম্ভব নয়”।

সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমাধি নিয়ে বিতর্কের মধ্যেই প্রণবকে নিয়ে নতুন করে বিতর্ক উসকে দেন শর্মিষ্ঠা। কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ করে তিনি বলে দেন, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর স্মৃতিসৌধ দূরের কথা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে ন্যূনতম শোকপ্রস্তাবও দেওয়া হয়নি। শর্মিষ্ঠা বলেন, “বাবা যখন মারা গেলেন কংগ্রেস শোকপ্রকাশের জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকারও প্রয়োজন বোধ করেনি।” শুধু তাই নয়, এ নিয়ে কংগ্রেসের তরফে মিথ্যাচার করা হয় বলেও অভিযোগ করেছেন শর্মিষ্ঠা। একই সঙ্গে তাঁর মুখে নরেন্দ্র মোদির প্রশস্তিও শোনা যায়। ঠিক তার পরই প্রণববাবুর স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত কেন্দ্রের।