Prashant Kishor: ‘No strength bigger than people’s strength’: Prashant Kishor gets ‘unconditional’ bail

Prashant Kishor: আমরণ অনশনে বসা পিকে আইসিইউ-তে! সোম সকালে ‘আমরণ’ অনশনে বসে গ্রেফতার, বিকেলে জামিন

অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরাজ দলের নেতা প্রশান্ত কিশোর (পিকে)। সোমবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পিকে-কে আইসিইউ-তে রেখে চিকিৎসা করা হচ্ছে।  বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষায় অনিয়মের অভিযোগে পাটনার গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন জন সুরজ দলের নেতা প্রশান্ত কিশোর। সোমবার ভোরে তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বিপিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন পরীক্ষার্থীরা। তাঁদের পাশে দাঁড়িয়ে ২ জানুয়ারি থেকে আমরণ অনশনে বসেন প্রশান্ত।  তাঁকে সোমবার ভোরের আলো ফোটার আগেই সেখান থেকে তুলে যায় পুলিশ। আনুষ্ঠানিক ভাবে গ্রেফতারের পরে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় পটনা এমস হাসপাতালে।

সোমবার দুপুরে প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির নেতার পিকে-কে আদালত জামিনে মুক্তির নির্দেশ দিয়েছিলেন পটনার দায়রা আদালতের বিচারক আরতি উপাধ্যায়। ২৫ হাজার টাকার বন্ডে তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে বিচারক শর্ত দেন ভবিষ্যতে এই রকম প্রতিবাদে অংশ নিতে পারবেন না তিনি। কিন্তু ধৃত পিকে এবং তাঁর আইনজীবী জামিনের বন্ডে সই করতে অস্বীকার করায় সোমবার বিকেলে তাঁকে পটনার জেলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

পিকে শিবিরের দাবি, মিথ্যা অভিযোগে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুলিশ মামলা দায়ের করেছে। তাই জামিনের বন্ডে সই করতে তিনি অস্বীকার করেছেন। কিন্তু, এর পর বিচারক উপধ্যায়ের এজলাসে নিঃশর্ত জামিনের পক্ষে সওয়াল করেন পিকের আইনজীবী। প্রথমে রাজি না হলেও পরে বিচারক পিকে-কে বিনা শর্তে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। তার পরেই বিহারের রাজধানী পটনায় সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর (পিকে) বললেন, ‘‘আদালত আমাকে বিনা শর্তে মুক্তি দিয়েছে।’’ সেই সঙ্গে জানালেন পটনার গান্ধী ময়দানে অবস্থান-বিক্ষোভ জারি রাখবেন তিনি। তবে রাতে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করাতে হয় পিকে-কে।