President Of India: Duties, power, and salary of India's President

President Of India: ভারতের রাষ্ট্রপতির কত বেতন? ক্ষমতা কতটা? আর কী কী সুবিধা পান ভারতের রাষ্ট্রপতি

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিনিই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হবেন। আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে ১৪তম রাষ্ট্রপতির মেয়াদ। তার পরেই শপথ নেবেন দ্রৌপদী।

জানুন কি কি সুবিধা পেয়ে থাকেন ভারতের রাষ্ট্রপতি

  • দিল্লির রাষ্ট্রপতি ভবনে থাকবেন দ্রৌপদী। কোনও দেশের সাংবিধানিক প্রধানের বাসভবন হিসাবে এটিই বিশ্বের বৃহত্তম।
  • এ ছাড়াও রাষ্ট্রপতির থাকার জন্য হায়দরাবাদে রয়েছে ‘রাষ্ট্রপতি নিলয়ম’ নামে একটি বিলাসবহুল ভবন।
  • একই রকম ভাবে ছুটি কাটানোর জন্য সিমলায় রয়েছে রিট্রিট বিল্ডিং।
  • রাষ্ট্রপতির সচিবালয়ের পাঁচ জন কর্মী ছাড়াও রাষ্ট্রপতি ভবনে প্রায় দু’শো জন কর্মী রক্ষণাবেক্ষণের কাজ করেন।
  • রাষ্ট্রপতি বেতন পান মাসিক ৫ লাখ টাকা। ২০১৭ সাল পর্যন্ত এর পরিমাণ ছিল দেড় লাখ টাকা। কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন কার্যকরের পরে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, রাজ্যপালদেরও বেতন বাড়ায়।
  • বেতন ছাড়াও রাষ্ট্রপতিরা বিনা খরচে চিকিৎসার সুযোগ পান সারা জীবন।
  • রাষ্ট্রপতি ভবনে কর্মীদের বেতন থেকে অতিথি আপ্যায়ন এবং খাওয়া দাওয়ার জন্য বছরে বরাদ্দ থাকে ২ কোটি ২৫ লাখ টাকা।
  • ভারতের রাষ্ট্রপতি ব্যবহারের জন্য পান কালো রঙের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি।
  • বেঞ্জ ছাড়াও রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি লিমুজিন গাড়িও থাকে।
  • রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী বা স্বামী বিশ্বের যে কোনও দেশে বিনা খরচে ঘুরতে পারেন।
  • অবসরের পরে রাষ্ট্রপতিরা পান মাসে দেড় লাখ টাকা।
  • অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতির স্বামী বা স্ত্রী মাসে পান ৩০ হাজার টাকা।
  • অবসরের পরে থাকার জন্য আসবাবপত্র-সহ একটি সরকারি বাংলো পান বিনা খরচে।
  • দু’টি ল্যান্ডলাইন ও একটি মোবাইল ফোনও বিনা খরচে ব্যবহার করতে পারেন আজীবন।
  • অবসরের পরে প্রয়োজনীয় কর্মীদের বেতন বাবদ বছরে পান ৬০ হাজার টাকা।
  • একজন সঙ্গী নিয়ে অবসরের পরেও রাষ্ট্রপতিরা বিমান বা ট্রেনে বিনা খরচে ভ্রমণ করতে পারেন।

আরও পড়ুন: Rupee at Record Low: নিম্নগতির নতুন রেকর্ড! ডলার পিছু টাকার দাম ৮০ টাকা

কী কী অধিকার থাকে রাষ্ট্রপতিদের হাতে?

  • দেশের প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করানোর অধিকার থাকে রাষ্ট্রপতির হাতে
  • যে কোনও মুহূর্তে লোকসভা ভেঙে দিতে পারেন রাষ্ট্রপতি
  • দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি
  • বিভিন্ন রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেন রাষ্ট্রপতি, রাজ্য সরকার ভেঙে দেওয়ার অধিকারও তাঁর হাতে
  • বিভিন্ন দেশে রাষ্ট্রদূত নিয়োগ, একাধিক IAS, IPS, IFS, অ্যাটর্নি জেনারেল সবই নিয়োগ করার সাংবিধানিক অধিকার রয়েছে রাষ্ট্রপতির হাতে
  • রাষ্ট্রপতি সাংবিধানিক ভাবে দেশের তিন সেনার প্রধান
  • কোনও দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা, বা যুদ্ধের সমাপ্তির ঘোষণা করেন রাষ্ট্রপতি
  • অন্য দেশের সঙ্গে চুক্তিপত্র তৈরি হয় রাষ্ট্রপতির নামে
  • রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া সংসদে পাশ হওয়া কোনও বিল আইনে পরিণত হয় না
  • অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিল ছাড়া, অন্য সব বিল তিনি চাইলে সংসদে ফেরত পাঠাতে পারেন
  • রাষ্ট্রপতি রাজ্যসভার ১২ জন সদস্যকে মনোনীত করতে পারেন
  • দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি।
  • আদালত কাউকে ফাঁসির নির্দেশ দিলে রাষ্ট্রপতি তাঁর ফাঁসির আদেশ রদ করে তাঁকে ক্ষমা করে দিতে পারেন।
  • যদিও রাষ্ট্রপতির হাতে থাকা এই অধিকারগুলির অধিকাংশই অবশ্য মন্ত্রিসভার অনুমতি সাপেক্ষ। তবে রাষ্ট্রপতি চাইলে নিজে থেকেও সরকারের জনবিরোধী কোনও বিল আটকে দিতে পারেন। বা সরকার জনবিরোধী কাজ করলে সেই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করতেই পারেন।

ইতিহাস অবশ্য বলছে, এখনও পর্যন্ত দেশের অধিকাংশ রাষ্ট্রপতিই মূলত রাবার স্ট্যাম্পের মতো কাজ করেছেন। যে যখন কেন্দ্রে শাসকের আসনে থেকেছে, রাষ্ট্রপতিকেও তাঁদের অনুগ্রহ মেনেই কাজ করতে হয়েছে রাষ্ট্রপতিদের।

আরও পড়ুন: Accident: বৃষ্টিভেজা রাস্তায় পিছলে গেল অ্যাম্বুল্যান্স, মুহূর্তে বলি ৪,ভয়াবহ দৃশ্য ভিডিয়োবন্দি