Priyanka Gandhi's Kasavu Saree During Parliament Oath Evokes Memories Of Grandmother Indira

Priyanka Gandhi: পরনে কাসাভু শাড়ি-হাতে সংবিধান, শপথগ্রহণে ঠাকুমাকে মনে করালেন প্রিয়াঙ্কা

নেহেরু পরিবারের নতুন একটি মাইলস্টোন। সংসদে সাংসদ হিসেবে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। পরনে সাদা-সোনালি রংয়ের কেরালা কটনের শাড়ি। চোখে চশমা। দূর থেকে এক ঝলকে দেখলে ইন্দিরা গান্ধী বলে ভ্রম হতে পারে। বৃহস্পতিবার সাংসদ পদে শপথ নিলেন কেরলের ওয়ানড় থেকে জিতে আসা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

তিনিও দাদা রাহুল গান্ধীর মতোই সংবিধানের ‘রেড বুক’ হাতে নিয়ে শপথবাক্য পাঠ করলেন। দূর থেকে তাঁকে দেখে মনে হচ্ছিল অবিকল ইন্দিরা। পরে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান শপথগ্রহণের সময় ঠাকুমা ইন্দিরাকে তাঁর মনে পড়ছিল কিনা। জবাবে প্রিয়াঙ্কা বলেন, ”হ্যাঁ। ঠাকুমার কথা মনে পড়ছিল। তেমনই মনে পড়ছিল আমার বাবাকেও।”

বর্তমানে সংসদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের মা সোনিয়া গান্ধীও সাংসদ রয়েছেন। তবে সোনিয়া গান্ধী রাজ্যসভায় সাংসদ হিসাবে কাজ করছেন। কেরলের ওয়েনাড লোকসভা আসন থেকে ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে জিতে সংসদে পা রাখলেন প্রিয়াঙ্কা। তিনি হারিয়েছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সত্যেন মোকরিকে। রাহুল গান্ধী ২০১৯ এবং ২০২৪ সালে এই আসনটি জিতেছিলেন। তবে রাহুল চলতি বছরের লোকসভা নির্বাচনে রায়বরেলি আসনেও জেতেন। তিনি ওয়েনাড ছেড়ে রায়বরেলিকে বেছে নেন। এরপরই এই আসনে ফের উপ নির্বাচন হয়। তখনই এই আসনে মনোময়ন জমা দেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ভোটের ফল বের হতেই দেখা যায় ওয়েনাডবাসী প্রিয়াঙ্কাকে হতাশ করেননি। বিপুল ভোটে দিতে সংসদে পা রাখলেন সোনিয়া কন্যা।

এদিন তাঁর পরনে ছিল একটি কেরালা কাসাভু শাড়ি। যা শুধু ওয়েনাড নয়, সামগ্রিকভাবে দক্ষিণী ওই রাজ্যেরই ঐতিহ্য। সাদা রঙের এই শাড়ির পাড় হয় উজ্জ্বল সোনালী রঙের। যেকোনও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে কেরালার মহিলারা এই শাড়ি পরেন। এদিন অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্যান্য সাংসদদের উপস্থিতিতে লোকসভায় শপথবাক্য পাঠ করেন প্রিয়াঙ্কা। এমনকী, এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে লোকসভার গ্যালারিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেই উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা।