Punjab Assembly Election 2022: Punjab AAp’s Chief Ministerial Candidate Bhagwant Mann Wins Election

Punjab Election: পঞ্জাবে কেজরির ‘মান’রক্ষা! হারলেন অমরিন্দরও, উড়ে গেলেন সিধু–চান্নিরা

অরবিন্দ কেজরিওয়ালের মুখে হাসি ফোটালেন একদা কৌতুকশিল্পী। তিনি আর কেউ নন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান।

পাঁচ রাজ্যে বুথফেরত সব সমীক্ষাতেই ইঙ্গিত ছিল পঞ্জাবে বড় ব্যবধানে জয়ী হচ্ছে কেজরির আম আদমি পার্টি (আপ)। ফলাফলেও দেখা গেল ঝাড়ুর ঝড়ে ধরাশায়ী বিরোধীরা। ‘মান’ তো ভগবন্ত রাখলেনই। বাকি কেন্দ্রগুলিতেও আশাতীত ফল করল আপ।

পঞ্জাবে আপের লড়াই শুরু হয়েছিল ২০১৪–র লোকসভা ভোটে। আপকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার প্রক্রিয়া পাঞ্জাবেই শুরু হয়েছিল। সেবার লোকসভা ভোটে পঞ্জাবের ১৩টি লোকসভা কেন্দ্রেই প্রার্থী দিয়েছিল আপ। তার মধ্যে জয় এসেছিল চারটিতে। সেই চার সাংসদের একজন ছিলেন ভগবন্ত। এরপর আসে ২০১৭ সালে বিধানসভা ভোট। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় লড়লেও কোনও মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেননি কেজরিওয়াল। আশাতীত সাফল্য এলেও জালালাবাদ কেন্দ্রে ১৮ হাজারের বেশি ভোটে হারতে হয়েছিল মানকে।  এরপর পঞ্জাবের উপর দিয়ে অনেক ঝড় বয়েছে। কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভে গর্জে উঠেছিল পঞ্জাব।

আরও পড়ুন: পাত্রীর গায়ের রং লেখা থাকলে প্রকাশিত হবে না বিয়ের বিজ্ঞাপন, নজিরবিহীন সিদ্ধান্ত এই পত্রিকার

২০২২ বিধানসভা ভোটের আগেই কেজরিওয়াল মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করে দেন ভগবন্তের নাম। ধুরি কেন্দ্র থেকে দাঁড়ান তিনি। বৃহস্পতিবার ভোট গণনা শুরু হতেই এগিয়ে যাচ্ছিলেন ভগবন্ত। সাত রাউন্ডের গণনার শেষে ভগবন্ত এগিয়ে রয়েছেন ৪৩ হাজারেরও বেশি ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভোট ১৪ হাজারের একটু বেশি। এখনই প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে গেছেন পঞ্জাবে আপ এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

অন্যদিকে, নিজের গড়েই হারলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।পাটিয়ালার প্রিন্স দাঁড়িয়েছিলেন পাটিয়ালা সদরেই। কিন্তু ঝাড়ু–ঝড়ে বেসামাল হলেন প্রবীণ রাজনীতিক। হেরে গেলেন। ক্যাপ্টেন–হীন কংগ্রেসও কিন্তু কোনও ছাপই ফেলতে পারেনি। এমনকী একের পর এক হেভিওয়েট নেতাও হেরেছেন। বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি পর্যন্ত জিততে পারেননি।

অমৃতসর পূর্ব থেকে হারলেন কংগ্রেসের রাজ্য সভাপতি নভজ্যোত সিং সিধু। তিনি এর মধ্যেই অভিনন্দন জানিয়েছেন আপ–কে। বলেছেন, ‘‌মানুষের কণ্ঠ আসলে ঈশ্বরের কণ্ঠ’‌। দু’‌টি আসনে দাঁড়ালেও জিততে পারলেন না বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। ভাদৌর, চমকর সাহিবে হারলেন তিনি। আপ–ঝড়ে পাঞ্জাবে অন্য দলের হেভিওয়েটরাও পর্যুদস্ত। লাম্বিতে প্রকাশ সিং বাদল, জালালাবাদে সুখবীর সিং বাদল পিছিয়ে রয়েছেন।

আরও পড়ুন:  UP Assembly Election 2022: প্রথম বিধানসভা ভোটে প্রথম রাউন্ড থেকেই প্রথমে, ইউপি’র ভরসা যোগীতেই