দ্বিতীয়বারের জন্য বিয়ের (Marriage) পিঁড়িতে বসলেন পাঞ্জাবের (Punjab CM) মুখ্যমন্ত্রী ৪৮ বছর বয়সী ভগবন্ত সিং মান (Bagwant Mann)। চণ্ডীগড়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আজ চারহাত এক হল। পাত্রী ডা. গুরপ্রীত কৌর (Dr Gurpreet Kaur)। তিনি চিকিৎসক। আগের স্ত্রীর সঙ্গে বছর ছয়েক আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রাক্তন কৌতুকশিল্পী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর। স্বভাবতই, মুখ্যমন্ত্রীর নতুন হবু স্ত্রীকে নিয়ে কৌতূহল তুঙ্গে। আসুন, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কয়েকটি অজানা তথ্য।
হরিয়ানার কুরুক্ষেত্র জেলার পেহোয়ার বাসিন্দা ৩২ বছর বয়সী গুরপ্রীত কৌর পেশায় চিকিৎসক। তাঁর বাবা ইন্দরজিৎ সিংহ নাট একজন কৃষিজীবি। গুরপ্রীতের মা একজন গৃহবধূ।
জানা গেছে, তিন বোনের মধ্যে গুরপ্রীতই সবচেয়ে ছোট। তাঁর দুই দিদিই বিদেশে থাকেন। মহাঋষি মার্কণ্ডেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে স্বর্ণপদক সহ এমবিবিএস ডিগ্রি পান গুরপ্রীত। প্রতিবেশীরা ভালবেসে তাঁকে গোপী দিদি বলে ডাকেন। এলাকায় অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান এবং দয়ালু বলেই পরিচিত গুরপ্রীত।আপাতত পরিবারের সঙ্গে মোহালিতে থাকেন গুরপ্রীত। জানা গেছে, গত দু বছর ধরেই এই বিয়ের কথাবার্তা চলছিল।
বরের বন্ধু তথা অনুষ্ঠানের অন্যতম আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা। অতিথি হিসেবে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। কিন্তু বেশি নজর কাড়েন চাড্ডা। ‘বড় ভাই’ মানের বিয়ের ছবি শেয়ার করে রাঘব লেখেন, ”দীর্ঘদিন পরে মান পরিবারে একটা খুশির আবহ। সবচেয়ে বেশি খুশি বরের মা।
বৃহস্পতিবার ভগবন্ত-গুরপ্রীতের বিয়ের মেনু ছিল ভারতীয় আর ইতালীয় খাবারের ফিউশন। কড়াই পনীর থেকে তন্দুরি কুলচা, ডাল মাখানি, নবরত্ন বিরিয়ানি, মৌসুমি সব্জি, আখরোটের কোপ্তা, বুরানি রায়তা, ফ্রুট ট্রিফেল, মুগ ডালের হালুয়া, শাহি টুকরা, আঙুরের রসমালাই, ড্রাই ফ্রুটসের রাবড়ির মতো লোভনীয় সব খাবার।