সংসদে কাকের (Crow) হামলা! বিপত্তিতে আপ (AAP) নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha)। বুধবার সংসদ ভবনের বাইরে পা রাখতেই রাঘবের মাথায় ঠোক্কর মারে একটি কাক। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। এই সুযোগ হাতছাড়া করেনি প্রতিপক্ষ রাজনৈতিক শিবির। রাঘবকে কটাক্ষ করে বিজেপির (BJP টুইট, ‘ঝুট বলে কাউয়া কাটে’।
আজ বুধবার, বর্ষা অধিবেশনে অংশ নিতে রাজ্যসভা পৌঁছন সাংসদ রাঘব চাড্ডা। এই সময় সংসদ চত্বরে একটি কাক আক্রমণ করে রাঘবকে। ঘটনার ছবি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রাঘব চাড্ডা ফোনে কথা বলতে বলতে হাঁটছেন। তারই মধ্যে আক্রমণ করছে কাক। কাকের আক্রমণ থেকে বাঁচতে মাথা নিচু করে নিচ্ছেন রাঘব। আর কোনও এক সাংবাদিক সেই মুহূর্তের ছবি ক্যামেরায় ধরে ফেলেন। তার পর আপ নেতার এই ছবি ফ্রেম বাই ফ্রেম মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
Combo photo of Aam Aadmi Party (AAP) MP Raghav Chadha as a crow brushes past him at Parliament House complex during the Monsoon session of Parliament, in New Delhi, Tuesday.
Photo 📸 by PTI / Shahbaz Khan@Shahbaz09191988 pic.twitter.com/NoQOS2EJVs
— Manvender Vashist Lav📸 (@ManvenderVLav) July 26, 2023
আরও পড়ুন: Alcoholic: মদ খেয়ে চুমুর জন্য জোরজবস্তি, রাগে স্বামীর জিভ কামড়ে কেটে নিলেন স্ত্রী!
যদিও বিজেপিকে ছেড়ে কথা বলেননি রাঘব। রামানন্দ সাগরের রামায়ণ থেকে উদ্ধৃতি দিয়ে পাল্টা বিজেপিকে বিঁধেছেন তিনি।
‘रामचन्द्र कह गए सिया से ऐसा कलयुग आएगा,
हंस चुगेगा दाना दुनका और कौवा मोती खाएगा’आज तक सिर्फ़ सुना था, आज देख भी लिया https://t.co/skKUCm4Kbs
— Raghav Chadha (@raghav_chadha) July 26, 2023
আম আদমি পার্টির মধ্যে রাঘব বেশ বলিয়ে-কইয়ে। খুবই অল্প বয়সে অন্না হাজারের ইন্ডিয়া এগেইনস্ট কোরাপশন আন্দোলনের সঙ্গে জুড়েছিলেন রাঘব। তার পর আম আদমি পার্টি তৈরি হলে তার অন্যতম মুখপাত্র হন তিনি। প্রথমে দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন রাঘব চাড্ডা। পরে পাঞ্জাব থেকে রাজ্যসভায় আপ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। রাঘবের সঙ্গে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়েও ঠিক হয়েছে। তার জন্যও ইদানীং বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
আরও পড়ুন: Crime News : ডেটিং অ্যাপে প্রেম, হোটেলে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ