রাহুল গান্ধী ভারতের নাগরিকই নন! তাঁর মনোনয়ন বাতিল করা হোক। এই দাবিতে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ অনিরুদ্ধ প্রতাপ সিং নামের জনৈক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, রাহুল শুধু বিদেশি নাগরিক তাই নয়, মোদী পদবি মামলায় দু’বছরের সাজা পেয়েছেন তিনি। তাই আইনত ভোটে লড়ার অধিকার নেই তাঁর।
অভিযোগকারীর আইনজীবী অশোক পাণ্ডে সংবাদসংস্থা এএনআই এর কাছে দাবি করেছেন, “২০০৬ সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক। তাছাড়া মোদী পদবি মানহানি মামলায় রাহুলকে দু’ বছরের সাজা দিয়েছে আদালত। তাহলে কমিশন কীসের ভিত্তিতে ওর মনোনয়ন গ্রহণ করল। অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছি।” ওই আইনজীবীর দাবি, তাঁর অভিযোগ গ্রহণও করেছেন রায়বরেলির নির্বাচনী আধিকারিক।
যদিও কংগ্রেস (Congress) ওই দাবি ফুঁৎকারে উড়িয়ে দিয়েছে। হাত শিবিরের দাবি, রাহুলের মনোনয়ন আগেও বৈধ ছিল। এখনও বৈধ। এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। তাছাড়া রাহুল সদ্যই ওয়ানড়ে লোকসভার (Lok Sabha 2024) ভোটে লড়েছেন। কোনও অসুবিধা হয়নি। রায়বরেলিতেও তিনি লড়বেন। কোনও সমস্যা হবে না।
কংগ্রেস নেতা অজয় পাল সিং সংবাদ সংস্থাকে বলেন, “রাহুলের নাগরিকত্ব আগেও বৈধ ছিল, এখনও আছে। তবে অভিযোগ জানানোর সময় পার হয়ে যাওয়ার পর এক প্রার্থী রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে শুনেছি।”