Rahul Gandhi: Congress Passes Resolution For Rahul Gandhi To Be Leader Of Opposition: Report

Rahul Gandhi: রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা বাছাই ওয়ার্কিং কমিটিতে, ভাবার সময় নিলেন কং নেতা?

কংগ্রেস ওয়ার্কিং কমিটি শনিবার সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকেই লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব পাশ করল। এদিন বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রবীণ নেতা কেসি বেণুগোপাল।

বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় (Lok Sabha) মোট আসনের ১০ শতাংশ পেতে হয়। অর্থাৎ ৫৫ জন সাংসদ প্রয়োজন পড়ে। ২০১৪ সালে এবং ২০১৯ সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি কংগ্রেস। এবার পরিস্থিতি অন্য। এবার কংগ্রেসের হাতে ৯৯ জন সাংসদ। সঙ্গে রয়েছে ইন্ডিয়া (INDIA) জোটের শরিকদের সমর্থন। ফলে কংগ্রেসের হাতে সরকারকে কোণঠাসা করার ভালো সুযোগ রয়েছে। সেক্ষেত্রে রাহুল বিরোধী দলনেতা হলে লড়াইটা জোরাল হবে বলে মনে করছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি।

বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষে রাজ্যসভা সদস্য কেসি বেণুগোপাল বলেন, ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা হওয়ার অনুরোধ জানায়। সংসদের ভিতরে সরকার বিরোধিতার প্রশ্নে তিনিই সেরা নেতা। কংগ্রেসের অধিকাংশ শীর্ষ নেতা ও তৃণমূলস্তরের কর্মীরা প্রকাশ্যে রাহুল গান্ধীর নেতৃত্ব চাইছেন সংসদের নিম্নকক্ষে। কিন্তু, খোদ রাহুল গান্ধী কি তৈরি এই দায়িত্ব নিতে?

সর্বভারতীয় মহিলা কংগ্রেস নেত্রী অলকা লাম্বা বলেন, সব সদস্যই দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে প্রস্তাব জমা দিয়েছেন। রাহুলজি যদিও এ বিষয়ে চিন্তাভাবনার জন্য সময় চেয়ে নিয়েছেন। যদিও আমরা সকলেই চাই লোকসভায় তিনিই বিরোধীদের নেতৃত্ব দিন। দলের প্রবীণ নেতা বীরাপ্পা মৈলির কথায়, রাহুলের দিকেই পাল্লা ভারী অধিকাংশ নেতার সমর্থন। তিনি বলেন, দেশের জনমত রাহুলের প্রতিই আছে। আজ হোক কিংবা কাল, রাহুল গান্ধীর নেতৃত্বই মানতে হবে।