Rahul Gandhi says, Narendra Modi will struggle to survive

Rahul Gandhi নড়বড়ে মোদি সরকার পুরো মেয়াদ টিকবে না দাবি রাহুলের

নরেন্দ্র মোদীর সরকার বেশিদিন টিকবে না। ছোটখাটো শরিকি বিবাদে সরকারের পতন হতে পারে। এমনই দাবি করেছেন রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতির আরও দাবি, এনডিএ’র কিছু শরিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। যাদের মধ্যে অনেক অসন্তোষ আছে।

তৃতীয় মোদি সরকারের ‘স্থায়িত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ব্রিটেনের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস (Congress) নেতা দাবি করেন, লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ বিজেপি (BJP) সরকার টিকিয়ে রাখা কঠিন হবে এবার। এনডিএ শরিকদের মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে। এর জন্য কঠিন সংঘর্ষ চালাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের পরে এ বার নরেন্দ্র মোদী সরকারের ‘স্থায়িত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। তাঁর দাবি, এ বারের লোকসভা নির্বাচন ভারতীয় রাজনীতিতে ভারসাম্যের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে।

ব্রিটেনের সংবাদপত্র ‘ফিনানশিয়াল টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘‘নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। মোদীজিকে তাই এ বার টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হবে।’’ ভবিষ্যতে এনডিএ-র অন্দরে টানাপড়েন মোদী সরকারকে বিপাকে ফেলতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন রাহুল। তিনি বলেন, ‘‘এ বার সংসদীয় পাটিগণিত এমনই ভঙ্গুর যে, ভবিষ্যতে সামান্য মতবিরোধও সরকারের পতন ঘটাতে পারে।’’