জলের পাত্র ছুঁয়ে ফেলায় দলিত ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। রাজস্থানের (Rajasthan) জালোরের (Jalore) বেসরকারি স্কুলে (Private School) ঘটনাটি ঘটেছে। তফশিলি আইনের আওতায় এবং খুনের অভিযোগে শিক্ষক ছৈল সিংকে (40) গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে পুলিশ (Minor Dalit student allegedly beaten to death by teacher in Jalore Rajasthan) ৷
সায়লা থানায় অভিযোগ দায়ের করেন ছাত্র ইন্দ্রকুমারের আত্মীয় কিশোর কুমার ৷ জানা গিয়েছে, 20 জুলাই, বুধবার সুরানা গ্রামে সরস্বতী বিদ্যা মন্দিরে পড়তে যায় তৃতীয় শ্রেণির ছাত্র ইন্দ্রকুমার ৷ সে কলসি থেকে জল খেতে গেলে শিক্ষক ছৈল সিং তাকে মারধর করে ৷ অভিযোগ, কলসি ছোঁয়ায় শিক্ষক বাচ্চাটিকে থাপ্পড় মারে ৷ এতে ইন্দ্রকুমারের ডানকান এবং চোখে মারাত্মক আঘাত লাগে ৷ সেই ব্যথা নিয়ে আহত বাচ্চাটি তার বাবার দোকানে এসে সব জানায় ৷
আরও পড়ুন: দেশের উপরাষ্ট্রপতি ধনখড়, জেনে নিন কতটা বাড়বে বেতন থেকে ক্ষমতা
বাবা দেবারাম প্রথমে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ইন্দ্রকুমারকে খাওয়ায় ৷ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি, ইন্দ্রকুমারের ব্যথা আরও বাড়তে থাকে ৷ তখন তাকে নিয়ে বাগোড়া, ভীনমাল, ডীসা, মেহসানা, উদয়পুরে একের পর এক হাসপাতালে যান দেবারাম ৷ কোথাও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষে সিভিল হাসপাতাল আহমেদাবাদে তাকে ভর্তি করা হয়৷ শনিবার চিকিৎসা চলাকালীন মারা যায় ইন্দ্রকুমার ৷
जालौर के सायला थाना क्षेत्र में एक निजी स्कूल में शिक्षक द्वारा मारपीट के कारण छात्र की मृत्यु दुखद है। आरोपी शिक्षक के विरुद्ध हत्या व SC/ST एक्ट की धाराओं में प्रकरण पंजीबद्ध कर गिरफ्तारी की जा चुकी है।
— Ashok Gehlot (@ashokgehlot51) August 13, 2022
এই ঘটনার নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। ট্যুইটারে তিনি এই ঘটনার নিন্দা করেন। তিনি ট্যুইটে বলেন, “জালোরের সায়লা থানা এলাকায় একটি বেসরকারি স্কুলে শিক্ষকের মারে ছাত্রের মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক। খুন ও এসসিএসটি আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে।’ তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত ছাত্র ইন্দ্রকুমারের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷
ভীম আর্মি প্রধান চন্দ্র শেখর আজাদ হিন্দিতে একটি টুইট করেন, “দেশে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে ৷ অন্যদিকে জলের কলসি ছোঁয়ায় একজনকে পিটিয়ে মেরে ফেলা হল ৷” স্বাধীনতার 75 বছর পরেও জালোরে জাতপাতের শিকার 9 বছরের একটি দলিত বাচ্চা ৷ কারও নামোল্লেখ না করেই তাঁর প্রশ্ন, “জলের কলসি ছোঁয়ার স্বাধীনতাও কি আমাদের নেই ? তাহলে আপনারা স্বাধীনতার মিথ্যে স্লোগান দিয়ে ঢ্যাড়া পেটাচ্ছেন কেন ?”
আরও পড়ুন: Rakesh Jhunjhunwala: দৌড় শেষ ‘দ্য বিগ বুল’-এর, প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা