আগামী ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিনে অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন করা হবে। সেই অনুষ্ঠানে হাজির থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে রামমন্দির নির্মাণ ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, ‘‘১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই পবিত্র অনুষ্ঠান ১০ দিন ধরে চলবে।’’ চার তলা ওই মন্দিরের নির্মাণের অধিকাংশ কাজ অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে বলেও জানান তিনি।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে অর্থাৎ জানুয়ারিতেই রাম মন্দিরের (Ayodhya Ram Mandir Inauguration) উদ্বোধন বলে আগেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই লক্ষ্যেই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে খবর। ইতিমধ্যেই মন্দিরের নীচের অংশের কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
উদ্বোধনের দিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে বলেও খবর। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন বলেই খবর।
২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সম্প্রতি মোদী সরকারের ন’বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে নির্মীয়মাণ রামমন্দিরের ছবি দেখিয়ে জানানো হয়েছিল, আগামী বছরই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। রামমন্দির ট্রাস্ট সূত্রের খবর, মন্দিরের দেওয়ালে বসানো হবে রাজস্থানের গোলাপি রঙের বেলেপাথর। কর্নাটক থেকে এসেছে গ্রানাইট। উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে এসেছে বেলেপাথর। মন্দিরের গর্ভগৃহের কাজের জন্য রাজস্থান থেকে এসেছে সাদা মার্বেল পাথর। গর্ভগৃহের কোথাও ইট বা ইস্পাত ব্যবহার করা হচ্ছে না।