লোকসভা ভোটের আগে হিন্দুত্বের সবচেয়ে বড় অস্ত্র হাতে পেয়ে যাচ্ছে বিজেপি। সব ঠিক থাকলে জানুয়ারির তৃতীয় সপ্তাহেই উদ্বোধন হয়ে যাবে রাম মন্দিরের (Ram Temple)। ঠিক তার পরপরই ঘোষণা করা হবে লোকসভা ভোটের দিনক্ষণ। এমনটাই সূত্রের খবর।
আগামী জানুয়ারি মাসেই রামমন্দির উদ্বোধনের পরিকল্পনা নিয়ে রেখেছিল নরেন্দ্র মোদী সরকার। দিল্লিতে যখন আজ জি২০-এর রাষ্ট্রপ্রধানেরা বৈঠকে বসেছেন, তখন রামমন্দিরের উদ্বোধনের চূড়ান্ত দিনক্ষণ স্থির করতে অযোধ্যায় বৈঠকে বসেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কর্তারা। সূত্রের মতে, ওই বৈঠকেই ঠিক হয় আগামী ২১-২৪ জানুয়ারির মধ্যে কোনও একটি শুভ দিনে ওই মন্দিরের উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে যাবে ১৪ জানুয়ারি থেকেই। একটি সূত্রের মতে, সম্ভবত ২২ জানুয়ারি দিনটিকেই চূড়ান্ত করার কথা ভাবা হয়েছে। ওই উদ্বোধনের পরেই অন্তর্বর্তী বাজেট হওয়ার কথা। তার পরেই লোকসভার ভোট ঘোষণা করার পরিকল্পনা নিয়ে রেখেছে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, রাম মন্দিরের প্রথমতলের কাজ প্রায় সম্পূর্ণ। যেটুকু বাকি রয়েছে তা অক্টোবরে দিওয়ালির আগেই সম্পূর্ণ হয়ে যাবে। উল্লেখ্য, অযোধ্যার বিতর্কিত জমিতে বিশ্বের বৃহত্তম রাম মন্দিরের দৈর্ঘ্যে হচ্ছে ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট। ৩৯২টি স্তম্ভ ধরে রাখবে বিশাল মন্দিরকে। খাঁটি সেগুন খাট দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের ৪৬টি দরজা। গর্ভগৃহের দরজা হবে স্বর্ণখচিত।
বিরোধীদের মাত করতে লোকসভার আগে হিন্দুত্বের আবেগকে উস্কে দিতে রামমন্দিরের তাসকে ব্যবহারের লক্ষ্য নিয়ে রেখেছেন বিজেপি নেতৃত্ব। দলের লক্ষ্য হল লোকসভা নির্বাচনের ঠিক আগে রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশে উন্মাদনা তৈরি করা। কিন্তু রামমন্দির প্রতিষ্ঠার পরে উন্মাদনা আর থাকবে কি না-সেই সংশয় অবশ্য রয়েছে।
আরও পড়ুন: G20 Summit 2023: দিল্লির সৌন্দর্যায়নে খরচ প্রায় ৪০০০ কোটি! গুঁড়িয়ে গেল গরিবের ঘর