RBI says There Is Option To Submit 2000 Rupees Notes

2000 Rupees Notes : ২০০০ টাকার নোট পড়ে আছে? ভাবনা কি ? উপায় আছে

যদি ঘর পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে কোনও ২০০০ টাকার নোট? মাথায় হাত পড়ার দরকার নেই। এখনও উপায় আছে। রিজার্ভ ব্যাঙ্কই সেই উপায় বাতলে দিয়েছে।আরবিআই-এর দেওয়া নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় ব্যাঙ্কগুলি এখন ২০০০ টাকার নোট জমা নিতে চাইছে না। তবে আপনার কাছে থাকা নোটটি ফেলে দিতে হবে না। নোট নিয়ে সোজা চলে যান আপনার বাড়ির কাছের পোস্ট অফিসে।(Reserve Bank Of India Says There Is Option To Submit 2000 Rupees Notes If You Have Any)

আরবিআই-এর রিজিওনাল ডিরেক্টর রোহিত পি জানিয়েছেন, গ্রাহকেরা এখন তাঁদের কাছে ২০০০ টাকার নোট থাকলে সেগুলি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্কে একটি চিঠির সঙ্গে পাঠাতে পারেন। যাঁরা রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অফিস থেকে দূরে থাকেন, তাঁদের জন্য এইভাবে টাকা পাঠানো একটি সহজ বিকল্প। এটা সবথেকে সুবিধাজনক এবং নিরাপদ পদ্ধতি বলে উল্লেখ করেছেন, ডিরেক্টর রোহিত পি। পোস্ট অফিস থেকে চিঠির সঙ্গে নোট পাঠিয়ে দিতে হবে।

গত ১৯ মে আরবিআই ২০০০ টাকার নোট প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিল। সাধারণ মানুষকে এই নোটগুলি ব্যাঙ্কে জমা দেওয়ার কথা বলা হয়েছিল। প্রথমে জমা করার সময়সীমা দেওয়া হয়েছিল ৩০ সেপ্টেম্বর। পরে এই সময়সীমা ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। ইতিমধ্যে আরবিআই জানিয়ে দিয়েছে যে বাজারে থাকা বেশিরভাগ নোটই ফিরেছে রিজার্ভ ব্যাঙ্কে।