ঋণ গ্রহীতাদের স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদিন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, চলতি আর্থিক বছরে মুদ্রাস্ফীতি কমতে পারে। মুদ্রাস্ফীতি না কমা পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছেন তিনি।
গত বছরের মে মাস থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল্যস্ফীতির উদ্বেগের কারণে ধাপে ধারে ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রেপো রেট। বৃহস্পতিবার রেপোরেট ঘোষণার পরে শক্তিকান্ত দাস বলেছেন, মুদ্রানীতি কমিটি ভবিষ্যতে কোনও পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ২০২৩ আর্থিক বছরে অর্থনীতি ৭ শতাংশ বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। ২০২২-এর মে থেকে নেওয়া আর্থিক নীতিগুলি এখনও কাজ করছে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস।
আরও পড়ুন: Teacher marry Student: ছাত্রীকে মন্দিরে বেড়াতে নিয়ে গিয়ে বিয়ে! গ্রেফতার শিক্ষক
এর আগে গত ফেব্রুয়ারি মাসেও রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছিল আরবিআই। তবে টানা রেপো রেট বৃদ্ধির ধারাবাহিকতাকে ভেঙে আজ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করলেন, এবার রেপো রেট অপরিবর্তিত থাকবে। জানা গিয়েছে, মনেটরি পলিসি কমিটির বৈঠকে পাঁচজন রেপো রেট বৃদ্ধির বিপক্ষে ভোট দেন। অবশ্য একজন সদস্য রেপো রেট বৃদ্ধির পক্ষেই ভোট দিয়েছিলেন। তবে ৫:১ ভোটে এবার রেপো রেট অপরিবর্তিত থাকছে।
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে ২০২৩-২৪ সালে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে ২০২২-২৩ অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে থাকতে পারে বলে জানান আরবিআই গভর্নর। শক্তিকান্ত দাস জানান, গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ, এরপর দ্বিতীয় ত্রৈমাসিকে তা ছিল ৬.২ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে সেই হার হয় ৬১ শতাংশ এবং শেষ ত্রৈমাসিকে তা ৫.৯ শতাংশে গিয়ে ঠেকে।