বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩তম সাধারণতন্ত্র দিবস (Republic Day 2022)। এদিক সকালেই দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। টুইটারের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
आप सभी को गणतंत्र दिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद!
Wishing you all a happy Republic Day. Jai Hind! #RepublicDay
— Narendra Modi (@narendramodi) January 26, 2022
আরও পড়ুন: Mumbai: মুম্বইয়ের বহুতলে ফের আগুন, মৃত ৭, গুরুতর জখম অন্তত ১৯
শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লেখেন, ”সকলকে ৭৩তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। ভারতীয় সাধারণতন্ত্রের গর্ব, একতা ও অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখতে নিজেদের সর্বস্ব অর্পণ করা সমস্ত জওয়ানকে প্রণাম জানাই। আসুন আমরা সবাই স্বাধীনতার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করার সংকল্প করি। জয় হিন্দ।”
सभी को 73वें गणतंत्र दिवस की शुभकामनाएं।
भारतीय गणतंत्र के गौरव, एकता व अखंडता को अक्षुण्ण बनाए रखने के लिए अपना सर्वस्व अर्पण करने वाले सभी जवानों को नमन करता हूँ।
आइए आज हम सभी स्वाधीनता के लोकतांत्रिक मूल्यों के प्रति अपनी प्रतिबद्धता सुनिश्चित करने का संकल्प लें।
जय हिन्द! pic.twitter.com/jujYZVCn3C
— Amit Shah (@AmitShah) January 26, 2022
মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘আসুন আমরা আরও এক বার সংবিধানের বুনিয়াদি কাঠামো রক্ষার শপথ নিই। মুখ্যমন্ত্রী টুইটে বিশেষ জোর দেন, সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার উপর।’
Heartiest greetings to all on the Republic Day.
On this day, let us once again take pledge to protect the basic structure of the Indian Constitution, including and particularly its federal character. (1/4)— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2022
৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বুধবার সকালে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীও। তিনি টুইটে দেশবাসীর কাছে গণতন্ত্র ও সংবিধান রক্ষার আহ্বান জানান।
আরও পড়ুন: রাজধানীতে গণধর্ষণের শিকার ৮ বছরের শিশুকন্যা! আশঙ্কাজনক অবস্থায় ভরতি হাসপাতালে