RG Kar: ‘Justice, medicine can’t stop,’ says SC, urges doctors to resume work

RG Kar: ন্যায় ও চিকিৎসা থমকে থাকতে পারে না, আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার সুপ্রিম নির্দেশ

আর জি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে শামিল চিকিৎসকরা। টানা প্রায় তেরোদিন ধরে চলছে কর্মবিরতি। এই পরিস্থিতিতে আর জি কর মামলার শুনানিতে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

সুপ্রিম কোর্টে এ দিন আরজি কর মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়া অন্য দুই বিচারপতি হলেন জেবি পাদরিওয়ালা এবং মনোজ মিশ্র। আন্দোলনরত চিকিৎসকদের আইনজীবী প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেন, ‘আরজি কর হাসপাতালের চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে।’ প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘কারা ভয় দেখাচ্ছে?’ আইনজীবী বলেন, ‘যারা প্রতিবাদের জন্য মুখ খুলেছিলেন তাঁদের টার্গেট করা হচ্ছে।’ এই বিষয়টি নজর দেওয়ার আশ্বাস প্রধান বিচারপতির। তিনি আরও আশ্বাস দেন, ‘ধর্মঘটী চিকিৎসকদের যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে।’ তাঁদের কাজে ফেরার কথা এ দিন ফের বলে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “১৩ দিন ধরে এইমসের চিকিৎসকেরা কাজ করছেন না। তাঁদের বলব, দয়া করে কাজে ফিরুন। আপনাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না আমরা তা নিশ্চিত করব।” সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে একটি পোর্টাল খুলতে বলা হয়েছে। সেখানে পরামর্শ জানানো যাবে। বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, পড়ুয়াদের পরামর্শ শুনবে ন্যাশনাল টাস্ক ফোর্স। গত মঙ্গলবারের শুনানিতে হাসপাতালগুলির নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দেয় শীর্ষ আদালত।