বিস্ফোরণ হল মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতর। আপাতত পুরো এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ। রকেট চালিত গ্রেনেড হানায় দফতরের কাচের জানালা তছনছ হলেও, হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাস্তা থেকে সদর দফতর তাক করে গ্রেনেডটি ছোড়া হয়েছিল। ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্তে নেমেছেন।
মোহালি পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘সেক্টর ৭৭-এ এসএএস নগরে পঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দফতরে সন্ধে পৌনে আটটা নাগাদ একটি ছোট বিস্ফোরণ হয়। তাতে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রবীন পুলিশ আধিকারিকরা অকুস্থলে পৌঁছন এবং প্রাথমিক তদন্তের কাজ সারেন। ফরেন্সিক দলও কাজ শুরু করে দিয়েছে।’ ঘটনার পরই পুলিশ গোটা এলাকাকে সিল করে দেয়। জারি হয় সতর্কবার্তা। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল ঘটনাস্থলে পৌঁছয়।
আরও পড়ুন: Indore: প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মারতে বাড়িতে আগুন ‘প্রেমিকের’, ঝলসে মৃত ৭
এ বিষয়ে মুখ খুলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। টুইট করার পাশাপাশি ভগবন্ত মান বলেছেন, ‘‘ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও দ্রুত ধরে ফেলা হবে।’’
ਮੁਹਾਲੀ 'ਚ ਹੋਏ ਬਲਾਸਟ ਦੀ ਜਾਂਚ ਪੰਜਾਬ ਪੁਲੀਸ ਕਰ ਰਹੀ ਹੈ। ਜਿਸ ਕਿਸੇ ਨੇ ਵੀ ਪੰਜਾਬ ਦਾ ਮਾਹੌਲ ਖ਼ਰਾਬ ਕਰਨ ਦੀ ਕੋਸ਼ਿਸ਼ ਕੀਤੀ ਉਸ ਨੂੰ ਬਖ਼ਸ਼ਿਆ ਨਹੀਂ ਜਾਵੇਗਾ।
— Bhagwant Mann (@BhagwantMann) May 10, 2022
পঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরটি মোহালির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। সেখানে আইজি পদমর্যাদার কয়েকজন পুলিশকর্তার অফিস আছেন। গোয়েন্দা দফতরের পাশেই আছে মহারাজা রণজিৎ সিং আর্মড ফোর্সেস প্রিপারেটরি অ্যাকাডেমি। তার কাছেই আছে সোহানা হাসপাতাল ও একটি স্কুল। এক পুলিশ আধিকারিক সংবাদ সংস্থাকে বলেন, ‘‘রকেট চালিত গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছে। হতাহতের কোনও খবর নেই।’’
আরও পড়ুন: Gold Price Today: দেশজুড়ে সোনার দামে বড় ধস, কলকাতায় আরও সস্তা