Saddam Hussein: Himanta Biswa Sarma says, Rahul Gandhi looks like Saddam Hussein! Congress hits back

Saddam Hussein: সাদ্দামের মতো চেহারা রাহুলের! মোদীর দাড়ি ‘টেনে’ বিজেপিকে জবাব কংগ্রেসের

রাহুল গান্ধীর মুখ নাকি ইরাকের  নিহত প্রেসিডেন্ট  সাদ্দাম হুসেনের মতো হয়ে গিয়েছে। গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গুজরাটে এসে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

গত ৭ সেপ্টেম্বর থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল। দীর্ঘ এই পদযাত্রা-পর্বে তাঁর চেহারা অনেকটাই বদলে গিয়েছে। গালে গজিয়েছে লম্বা দাড়ি। গুজরাতে বিজেপির ভোট প্রচারে গিয়ে মঙ্গলবার হিমন্ত সেই প্রসঙ্গ তুলেই খোঁচা দেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে। তিনি বলেন, ‘‘চেহারা বদলানোর ইচ্ছে অনেকেরই হয়। হয়তো রাহুলেরও হয়েছে। তবে তিনি চেহারা বদলানোর সময় সর্দার বল্লভভাই পটেল এমনকি জওহরলাল নেহরুকে অনুকরণ করতে পারতেন। মহাত্মা গান্ধীর মতো চেহারা করার চেষ্টা করলেও ভাল হত। কিন্তু তাঁর মুখ দেখে তো সাদ্দাম হুসেনের কথা মনে পড়ে যাচ্ছে! আসলে কংগ্রেসের সংস্কৃতির সঙ্গে ভারতের মানুষের কোনও যোগ নেই। যারা ভারতের সংস্কৃতির বোঝে না, তাদের সঙ্গেই কংগ্রেসের সংস্কৃতির মিল রয়েছে।’’

আরও পড়ুন: Live-In Relationship: শিক্ষিত মেয়েরাই দায়ী, লিভ ইন সম্পর্ক নিষিদ্ধ করা দরকার, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

এ বার তাঁর বক্তব্যের পরেই সরব হয়েছে কংগ্রেস। জবাব দিতে টেনে আনা হল, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই লম্বা দাড়ির প্রসঙ্গ। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেন, ‘‘হিমন্ত অনেক সময় এ ধরনের নিম্নরুচির মন্তব্য করেন। ওঁর কাছে আমাদের একটাই প্রশ্ন— প্রধানমন্ত্রী মোদী কাকে অনুকরণ করার উদ্দেশ্যে লম্বা দাড়ি রেখেছিলেন?’’

কংগ্রেস নেতা সচিন পাইলট বলেছেন, “আমার মতে, জনসমক্ষে ভাষার শালীনতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত অসমের মুখ্যমন্ত্রী যে বাক্যগুলি উচ্চারণ করেছেন, তাতে তাঁকে সাধারণ ট্রোলার বলে মনে হচ্ছে।”

আরও পড়ুন: Jama Masjid: মসজিদ প্রণয়ীর সঙ্গে দেখা বা টিকটক বানানোর জায়গা নয়, মেয়েদের একা প্রবেশে নিষেধাজ্ঞা