শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলেন এক অভিনেত্রী। জেএসডব্লিউ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সজ্জনের বিরুদ্ধে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায় বুধবার রাতে একটি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ, ঘটনাটি ২০২২ সালের জানুয়ারি মাসে ঘটেছে। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সংস্থার সদর দফতরের পেন্টহাউসে তাঁকে ধর্ষণ করেছেন জিন্দাল। অভিযোগকারিণী দাবি করেছেন, চলতি বছরের শুরুতে তিনি থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁর কথায় গুরুত্ব দেয়নি। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। এ বার আদালতের নির্দেশেই পুলিশ তাঁর অভিযোগ নিয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ২০২১ সালের IPL-এর সময় একটি স্টেডিয়ামের VIP বক্সে প্রথম আলাপ হয়েছিল সজ্জন জিন্দলের সঙ্গে। এরপর জয়পুরে প্রফুল্ল প্যাটেলের ছেলের বিয়েতেও দু’জনের দেখা হয়েছিল। মুম্বইতে একান্তে বহুবার সাক্ষাৎ করেন তাঁরা। অভিনেত্রী পুলিশকে জানান, তাঁর ভাই দুবাইতে সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত। সজ্জন সেই সম্পত্তি কিনতে ইচ্ছাপ্রকাশ করেন এবং সেই নিয়ে আলোচনার লক্ষ্যে মুম্বইতে তাঁর সঙ্গে দেখা করেন।
অভিনেত্রীর অভিযোগ, মুম্বইতে সজ্জন জিন্দল তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। নিজের বিবাহিত জীবনের সমস্যা নিয়েও অভিনেত্রীর কাছে পরামর্শ চান। মেসেজে প্রায়শই ফ্লার্ট করতেন শিল্পপতি। আর সেখানেই কুপ্রস্তাব দিয়েছিলেন। অভিনেত্রীর আরও দাবি, মেসেজে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য নাগাড়ে বলতে থাকায় তিনি বিয়ের প্রস্তাব দেন। বিয়ে করলে তবেই তিনি জিন্দলের সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে রাজি বলে জানান অভিনেত্রী। কিন্তু, বিয়ে তো দূর অস্ত পুলিশের কাছে তিনি আরও জানিয়েছেন, জোর করে নিজের পেন্টহাউজে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে জোরাজুরি করেছিলেন শিল্পপতি। অভিযোগকারিণীর আরও দাবি, জিন্দাল পরে কৃতকর্মের জন্য ক্ষমা চান। কিন্তু যত সময় গড়ায় তিনি হুমকি দিতে থাকেন। মহিলার ফোন নম্বর ব্লকও করে দেন।
অভিনেত্রী তাঁর অভিযোগপত্রে আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে জিন্দালের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে তাঁকে ফিরিয়ে দেয় পুলিশ। মুম্বইয়ের অন্তত তিনটি থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তারপরেই আদালতের দ্বারস্থ হতে হয় তাঁকে।
মহিলার অভিযোগ শোনার পরেই বোম্বে হাইকোর্টের বিচারপতি পিডি নায়েক এবং এনআর বরকারের একটি বেঞ্চ ওই তিনটি থানার সিনিয়র পুলিশ আধিকারিকদের তলব করেছে আদালতে। এছাড়া আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, মহিলার অভিযোগ নিয়ে তদন্ত করতে হবে তো অবশ্যই, শুধু তাই নয়, দু’মাস সময়সীমার মধ্যে সেই তদন্ত শেষ করতে হবে। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলেই খবর বিকেসি থানা সূত্রে।
এদিকে, রবিবার সন্ধ্যায় এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দেশের সবচেয়ে বড় ইস্পাত কারখানার মালিক। সজ্জন জিন্দল বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব।’ জেএসডাবলু গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দল। দেশের প্রথম সারির শিল্পপতিদের মধ্যে অন্যতম তিনি। এ হেন সেলেব বিজনেস টাইকুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তোলপাড় দেশ।