একের পর এক বলি অভিনেত্রীর ডিপফেক ভিডিয়ো ঘিরে দেশজুড়ে চর্চা চলছে। এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁরও ডিপফেক ভিডিয়ো তৈরি হয়েছিল বলে দাবি মোদীর।
তাঁর বক্তব্য, এই ডিপফেক ভিডিও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই তিনি দেশের নাগরিক এবং সমাজ মাধ্যমের কাছে এব্যাপারে নজরদারি চালানোর আর্জি জানিয়েছেন। এরপরই প্রধানমন্ত্রীর সংযোজন, ‘সম্প্রতি আমি একটি ভিডিয়ো দেখলাম, যেখানে আমাকে গান গাইতে দেখা যাচ্ছে। দেখলাম আমি গরবা নাচ করছি। যারা আমায় ভালোবাসেন সেটা ফরওয়ার্ডও করেছেন। নয়াদিল্লিতে দিওয়ালি মিলন উৎসবের দিন সেই ভিডিয়ো করা হয়েছে বলে বোঝা যাচ্ছে। BJP-র হেড কোয়ার্টারে এই ভিডিয়ো করা হয়েছে। বিশ্বাস করুন আমি স্কুলের পর কোনওদিনও গরবা নাচ করিনি।’ প্রধানমন্ত্রীর বার্তাতেই স্পষ্ট হয়েছে, এটি তাঁরই ডিপফের ভিডিয়ো। সুপার ইমপোজ করা হয়েছে তাঁর চিত্র। তিনি BJP-র দিওয়ালি মিলন উৎসবে উপস্থিত থাকলেও গান গাননি কিংবা গরবা ডান্স করেননি।
মোদী জানান, তিনি ChatGpt-র টিমকে অনুরোধ করেছেন যে, ইন্টারনেটে যদি এ ধরনের ভিডিও ঘোরাঘুরি করে তাহলে যেন সতর্কবার্তা পাঠানো হয়। প্রধানমন্ত্রীর সংযোজন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে, প্রযুক্তির যাতে দায়িত্ব নিয়ে ব্যবহার করা হয় তা গুরুত্বপূর্ণ।
কী এই ডিপফেক ভিডিও ?
ডিপফেক বা সিন্থেটিক মিডিয়া। যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনও ব্যক্তির ছবি বা ভিডিওয় অনেকটা একই রকম দেখতে কারও মুখ বসিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক এই রকম কয়েকটি ঘটনা সামনে আসার পর শোরগোল পড়ে গেছে গোটা দেশে। এই প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি কয়েকজন বলিউড অভিনেত্রীর ডিপফেক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার পর থেকেই প্রযুক্তির অপব্যবহার নিয়ে চর্চা শুরু হয়।