Sextortion: Delhi Police arrests two people for blackmailing Union Minister by making 'sextortion' call

Sextortion: যৌনতার ফাঁদ পেতে কেন্দ্রীয় মন্ত্রীকে ব্ল্যাকমেল করার চেষ্টা! গ্রেপ্তার দুই

কেন্দ্রীয় মন্ত্রীকে যৌনতার ফাঁদ বিছিয়ে ফোন করার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী প্রহ্লাদ পটেলকে ফোন করে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল। এখনও এক অভিযুক্ত অধরা।

জানা গিয়েছে, গত মাসে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলকে (Prahlad Patel) ভিডিও কল করে ফাঁদে ফেলার চেষ্টা করে একটি চক্র। প্রথমে মন্ত্রীর হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা হয়। সেটি রিসিভ করার সঙ্গে সঙ্গে চালিয়ে দেওয়া হয় পর্ন ভিডিও। প্রহ্লাদ প্যাটেল সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন। কিন্তু এর পর তাঁকে ফোন করে ওই কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।  এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর দিল্লি পুলিশ তদন্ত শুরু করেএবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে। রাজস্থানের ভরতপুর থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: Gyanvapi: আপাতত স্থগিত জ্ঞানবাপীর সমীক্ষা, জানাল সুপ্রিম কোর্ট

দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জুনের শেষ সপ্তাহে মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের ব্যক্তিগত সচিব অলোক মোহন এই ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ করেন।  এর পরে, ক্রাইম ব্রাঞ্চ আইপিসির ৪২০ এবং ৪১৯ ধারায় এফআইআর দায়ের করে এবং ঘটনার তদন্ত শুরু করে। জুলাইয়ের প্রথম সপ্তাহে দুইজনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ধৃতদের নাম মহম্মদ ওয়াকিল এবং মহম্মদ সাহেব। ঘটনার মাস্টারমাইন্ড  মহম্মদ সাবির এখনও পলাতক। তার খোঁজে চলছে জোর তল্লাশি।

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, ধৃতেরা জেরায় জানিয়েছে, এই চক্রে আরও অনেকে জড়িত। অত্যন্ত সংগঠিত ভাবে চক্রটি কাজ চালায়। এদের মূল উদ্দেশ্য হল যৌনতার ফাঁদ বিছিয়ে মানুষকে বেকায়দায় ফেলে টাকা আদায় করা।

আরও পড়ুন: Parliament: পেশ জন্ম-মৃত্যু নথিভুক্তি সংশোধনী বিল, তবে পাশ করানোর চেষ্টা করল না মোদী সরকার