দিন কয়েক আগেই বলিউড অভিনেতা শাহরুখ খানকে খুনের হুমকি দিয়েছিলেন। এ বার ছত্তীসগঢ় থেকে পুলিশের জালে ধরা পড়লেন যুবক। মঙ্গলবার ছত্তীসগঢ়ের রায়পুর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশের কাছে উড়ো ফোন এসেছিল। সেই ফোনেই শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রাণে মারার হুমকি দেওয়া হয়। বলা হয়, ৫০ লক্ষ টাকা না দিলে খুন হবেন শাহরুখ খান। ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছে যায় মুম্বই পুলিশ। জানা যায়, ফয়জান খান নামের এক ব্যক্তির নম্বর থেকেই ওই হুমকি ফোন গিয়েছিল পুলিশের কাছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে তৎক্ষণাৎ ঘটনার তদন্ত শুরু করে দেয় মুম্বই পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় একজন আইনজীবী। অবশ্য তাঁর দাবি, গত ২ নভেম্বর তাঁর ফোনটি চুরি হয়ে যায়। এর পর স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন ফয়জান। মুম্বই পুলিশের তদন্তকারী দলকেও সে কথা জানিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, চুরি হয়ে যাওয়া ফোনটি ব্যবহার করে অন্য কেউ শাহরুখকে হুমকি দিয়েছেন। চলতি সপ্তাহেই জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় গিয়ে হাজিরা দেওয়ার কথা ছিল ফয়জানের। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি তিনি। এর পরেই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের বয়ানে অসঙ্গতি রয়েছে। জিজ্ঞাসাবাদেও পুলিশকে সহায়তা করেননি ফয়জান তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি একাধিক খুনের হুমকি পেয়েছেন আর এক বলিউড অভিনেতা সলমন খানও। তাঁর কাছ থেকেও মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে। পাশাপাশি, মিঠুন চক্রবর্তীকেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।