Shiv Sena MP: FIR Filed Against Shiv Sena MP Hemant Patil Who Forced Nanded Govt Hospital Dean To Clean Toilet

Shiv Sena MP: হাসপাতালে ৩১ রোগীমৃত্যুর জের, ডিনকে দিয়েই শৌচালয় সাফ করালেন শিবসেনা সাংসদ

তিনদিনে হাসপাতালে ৩৫ রোগীর মৃত্যু! পরিস্থিতি খতিয়ে দেখতেই হাসপাতালে হাজির হয়েছিলেন শিবসেনা সাংসদ হেমন্ত পাটিল। বেহাল দশা দেখে ক্ষেপে লাল সাংসদ। সরকারি হাসপাতালের ডিনের হাতে ধরিয়ে দিয়েছিলেন ঝাড়ু। দাঁড়িয়ে থেকে পরিষ্কার করেছিলেন হাসপাতালের শৌচালয়। তা নিয়েও বিস্তর বিতর্ক শুরু হয়। এবার সাংসদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

মাত্র চব্বিশ ঘণ্টায় মহারাষ্ট্রের (Maharashtra) নান্দের জেলায় শংকররাও চভন সরকারি হাসপাতালে মৃত্য হয়েছিল ২৪ জনের। পরে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৩১। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, পর্যাপ্ত ওষুধের জোগান না থাকাতেই এই বিপত্তি ঘটেছে। হাসপাতালের ডিনের বক্তব্য, পর্যাপ্ত পরিকাঠামো নেই। ওষুধের জোগান নেই। তবুও ৭০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে এটাই হাজার হাজার মানুষের ভরসার হাসপাতাল।

অন্যদিকে, হাসপাতালে একের পর এক রোগী মৃত্যুর ঘটনায় ক্ষোভও প্রকাশ করেছেন সাংসদ। তিনি দাবি করেন, এই মৃত্যুর জন্য হাসপাতালের চিকিৎসকরাই দায়ী। তাঁদের সকলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা উচিত। হাসপাতাল ঘুরে দেখেন সাংসদ। বেশ কিছু রোগীর সঙ্গেও কথা বলেন তিনি।এর পরই সাংবাদিকদের তিনি জানান, হাসপাতাল ঘুরে ডিনের অফিসে গিয়েছিলেন। সেখানে যে শৌচালয় ছিল সেখানে ঢুকেই স্তম্ভিত হয়ে যান। দেখেন, শৌচালয় অত্যন্ত অপরিষ্কার। শুধু তাই-ই নয়, শৌচালয়টি কয়েক মাস ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এর পরই ডিনকে তলব করে ওই শৌচালয় তাঁকে দিয়েই পরিষ্কার করান।

আরও পড়ুন: FSSAI: খবরের কাগজে মুড়ে খাবার বিক্রি বন্ধে নির্দেশ দিল সরকার, কিন্তু কেন

এরপরেই বুধবার পুলিশের তরফে শিবসেনা সাংসদ হেমন্ত পাটিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। জানা গিয়েছে, নন্দেদের শঙ্কর রাও চভন সরকারি হাসপাতালের ভারপ্রাপ্ত ডিন এসআর ওয়াকোডে সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সরকারি কর্মীকে তাঁর দায়িত্ব পালনে বাধা ও মানহানির অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি সাংসদের বিরুদ্ধে জনজাতি-উপজাতির বিরুদ্ধে অত্যাচার প্রতিরোধ আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের নেতা হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন। সেখানে হাসপাতালের ডিন-কে ধমকাচ্ছেন-চমকাচ্ছেন তিনি। এরপরই দেখা যায়, ডিন ঝাড়ু হাতে শৌচাগার পরিষ্কার করছেন। ডিন যখন শৌচালয় পরিষ্কার করছিলেন, তখন হাসপাতালের অন্য কর্মী এবং আধিকারিকরা এই দৃশ্য দাঁড়িয়ে দেখছিলেন।

আরও পড়ুন: Sanjay Singh: এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূল ঘনিষ্ঠ ‘ইন্ডিয়া’ জোটের নেতা আপ এমপি সঞ্জয় সিং