Sikkim: Teesta Dam Power Station Destroyed After Major Sikkim Landslide, Watch Video

Sikkim: ভয়াবহ ধস সিকিমে, পাহাড় ভেঙে গুঁড়িয়ে গেল জলবিদ্যুৎ কেন্দ্র! দেখুন ভিডিও

মঙ্গলবার ভয়ংকর ধসের সাক্ষী হল সিকিম। ধসের জেরে গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। গত কয়েক সপ্তাহ ধরেই ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বেশ কয়েক বার ধস নেমেছে। যদিও এদিন সকালে বালুতারে নামের ওই এলাকায় যে ধস নেমেছে তা নজিরবিহীন। এই ধসের জেরে পাহাড়লাগোয়া ন্যাশনাল হাই়ড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন-এর তিস্তা স্টেজ ৫ বাঁধটি ভেঙে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

গত কয়েক সপ্তাহ ধরে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি বেশ কয়েক বার ধস নেমেছে। ফলে ৫১০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনকারী এই কেন্দ্রটি নিয়ে আশঙ্কা বাড়ছিল। পর পর কয়েকটি ধসের ঘটনার জেরে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে আগেই সেখান থেকে কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে জলবিদ্যুৎ কেন্দ্রটির উপর। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় তিস্তার স্টেজ ৫ বাঁধটি।

তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পাহাড়ের বিশাল অংশ হুড়মুড়িয়ে জলবিদ্যুৎ কেন্দ্রের উপর আছড়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, মঙ্গলবারের ঘটনায় অনেকেরই মনে পড়ছে ২০২৩ সালের বিপর্যয়ের কথা। সেবার লোনাকে হিমবাহসৃষ্ট হ্রদ ফেটে ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালুতারের তিস্তার বাঁধটি। তবে জলবিদ্যুৎকেন্দ্রটি সচল অবস্থাতেই ছিল। সেখানেই ফের বিপর্যয় ঘটে গেল।  গত কয়েক দিনে বার বার ধস নামায় কর্মীদের নিরাপত্তার জন্য আগেই সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মীরা।