Smriti Irani’s ‘Miss India’ swimsuit video sparks Twitter spat between BJP, TMC

Smriti Irani: গেরুয়া বিকিনিতে ব়্যাম্প ওয়াক করছেন স্মৃতি ইরানি! ‘বেশরম’ বিতর্কে নয়া টুইস্ট

কে বেশি ‘বেশরম’? দীপিকা পাড়ুকোন? ‘পাঠান’ ছবির গান? গেরুয়া রং নাকি স্মৃতি ইরানি (Smriti Irani)! টিম ‘পাঠান’-এর উপরে তৈরি হওয়া যাবতীয় গেরুয়া আক্রোশের উপরে প্রশ্নগুলো তুললেন তৃণমূল নেতা ঋজু দত্ত। তিনি স্মৃতি ইরানির একটি ‘স্মৃতি’ ছড়িয়ে দিয়েছেন টুইটে। কয়েক যুগ আগে। স্মৃতি তখন ছিপছিপে। সেই সময় গেরুয়া বিকিনি পরে ফ্যাশনের মার্জার সরণিতে হেঁটেছিলেন। সেই ভিডিয়ো টুইট করে পাল্টা প্রশ্ন রেখেছেন বিজেপি শিবিরের কাছে। সমর্থন জানিয়েছেন ‘পাঠান’ এবং দীপিকা পাড়ুকোনকে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্ছিত্র উৎসবের মঞ্চে ‘রং দে তু মোহে গেরুয়া’ গেয়েছেন অরিজিৎ সিং। শাহরুখ খানের আগামী ছবি পাঠানেও এই গেরুয়া রং নিয়েই যত বিতর্ক। অরিজিতের গানের ভিডিয়ো শেয়ার করে নিজের টুইটার হ্যান্ডেলে BJP-র ITসেল প্রধান অমিত মালব্য লেখেন, “কলকাতা চলচ্চিত্র উৎসববে মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিৎ সিংকে তার পছন্দের একটি গান গাইতে বলেন। অরিজিৎ বেছে নেন রং দে তু মোহে গেরুয়া… “। এর পরেই টুইটে অমিত মালব্যর কটাক্ষ “এটা এক উপলব্ধির সন্ধ্যা ছিল। বচ্চন থেকে শুরু করে অরিজিৎ, সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিয়েছেন বাংলার ভবিষ্যৎ গেরুয়া।”

অমিতের ‘গেরুয়া খোঁচা’ বুঝতে পেরে ওই টুইটের কমেন্টে একটি স্মৃতির ভিডিয়ো পোস্ট করলেন তৃণমূল নেতা ঋজু দত্ত। ভিডিয়োটি ১৯৯৮ সালের। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া স্মৃতিকে দেখা যাচ্ছে গেরুয়া সাঁতার পোশাকে। টুইটের ক্যাপশনে তৃণমূল নেতা লেখেন, ‘‘রং দে তু মোহে গেরুয়া।’’

আরও পড়ুন: Ravindra Jadeja: টাকা উড়িয়ে, ঢোল বাজিয়ে গুজরাট নির্বাচনে স্ত্রীর জয় সেলিব্রেট, Video

ওই ভিডিয়ো পোস্টের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল নেতাকে মহিলাবিদ্বেষী বলে কটাক্ষ করেন তিনি। লকেট টুইটারে লেখেন, ‘‘এই ধরনের অসামাজিক পুরুষদের জাতীয় মুখপাত্র হিসাবে নিয়োগ করার জন্য তৃণমূলকে ধিক্কার। নারীদের এঁরা সম্মান করতে পারেন না। ব্যক্তিগত জীবনেও এঁদের পছন্দ এমনই। এঁরা কোনও সফল মহিলা এবং তাঁদের উত্থানকে কটাক্ষ করে।’’ এর প্রতিক্রিয়ায় আবার তৃণমূলের ঋজু লেখেন, ‘‘গেরুয়া রং কোনও দলের পৈতৃক সম্পত্তি নয়।’’ অভিনেত্রী-সাংসদের উদ্দেশে তিনি এ-ও লেখেন, ‘‘যখন দীপিকা পাড়ুকোনরা গেরুয়া রংয়ের পোশাক পরেন, তখন আপনাদের কাঁপুনি শুরু হয়। আর স্মৃতি ইরানি সেটাই করলে তখন আপনারা অন্ধ হয়ে যান। ভণ্ড!’’

আরও পড়ুন: New Delhi: স্ত্রীর সঙ্গে ঝগড়া, ছেলেকে ছুঁড়ে ফেলে তিনতলা থেকে ঝাঁপ স্বামীর