Social Media: Parents' Consent Must For Children's Social Media Accounts: Draft Data Rules

Social Media: চাইলেই সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না নাবালকরা,খসড়া আইনে প্রস্তাব কেন্দ্রের

ফেসবুক-ইনস্টা করতে গেলে এ বার নিতে হবে বাবা-মায়ের অনুমতি। ১৮ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এমনই নিয়ম চালু করতে পারে কেন্দ্র। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩-এর খসড়ায় এই মর্মে প্রস্তাব আনা হয়েছে। শুক্রবার ওই খসড়া প্রকাশ করেছে মোদী সরকার। নাগরিকদের থেকে এই প্রস্তাবে মতামতও জানতে চেসেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

২০২৩ সালে সংসদে পাশ হয় ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন। ১৪ মাস পর সেই আইনের বিধির খসড়া প্রকাশ করা হল। বহু অপ্রাপ্তবয়স্ককেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে দেখা যায়। এই বিধি চূড়ান্ত হলে সেটা সমাজমাধ্যম সংস্থাগুলি করতে পারবে না। অ্যাকাউন্ট খোলার সময় অপ্রাপ্তবয়স্কদের তথ্য সংগ্রহ করতে গেলে সমাজমাধ্যম সংস্থাগুলিকে অভিভাবকের অনুমতি নিতে হবে।

অভিভাবকের পরিচয়ও যাচাই করতে হবে। দেশের আইনের মধ্যে থেকে অভিভাবকের পরিচয় যাচাই করার বিষয়টি সংস্থাগুলিকে নির্ধারণ করতে হবে। অভিভাবকেরও বয়স যাচাই করতে হবে।

এ ক্ষেত্রে কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে তা নিয়ে জানতে মতামত চাওয়া হয়েছে সাধারণ মানুষের থেকে। সরকারি ওয়েবসাইট MyGov.in-এ মতামত ব্যক্ত করতে পারবেন সকলেই। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে নিজেদের মতামত জানানোর সুযোগ মিলবে।

খসড়া আইনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অপ্রাপ্তবয়স্ক কারও ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়লে ব্যবহারকারী সংশ্লিষ্ট সংস্থার কাছে সেগুলি মুছে ফেলার দাবি জানাতে পারবে। চাইতে পারবেন কৈফিয়তও। এমনই প্রস্তাব দেওয়া হয়েছে খসড়ায়। এমনকী, ব্যক্তিগত তথ্য কোনওভাবে ফাঁস হলে সেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের থেকে ২৫০ কোটি টাকা জরিমানাও চাইতে পারে। এ ছাড়াও তথ্য আদান প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার কথা বলা হয়েছে।

খসড়া আইনে আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কারও ব্যক্তিগত তথ্য যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে সুরক্ষায় একটি বোর্ড গঠন করা হবে। সেই বোর্ডই তথ্য ফাঁসের ঘটনার তদন্ত করবে এবং জরিমানার পরিমাণ ঠিক করবে।