Sukhbir Singh Badal: Sukhbir Badal Gets Toilet Cleaning Duty From Akal Takht Over Sacrilege Case

Sukhbir Singh Badal: পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে শৌচাগার সাফাই, বাসন মাজার শাস্তি! কি পাপ করেছেন?

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে শাস্তি দিল শিখ ধর্মের শীর্ষ কমিটি অকাল তখত। এই শাস্তিতে অকাল তখতের তরফ থেকে সোমবার এক নির্দেশে বলা হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের পুত্র সুখবীরকে অমৃতসরের স্বর্ণমন্দির সহ বেশ কয়েকটি গুরুদ্বারের বাথরুম পরিষ্কার, রান্নাঘরের কাজ ও লঙ্গরখানার এঁটো বাসন ধুতে হবে।

সোমবার  পাঁচজন ‘সিং সাহেবান’ বা শিখ ধর্মগুরুদের নিয়ে সুখবীর সিং বাদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বৈঠক করেন অকাল তখতের জাঠেদার জ্ঞানী রঘবীর সিং। বৈঠকের পর, জাঠেদার জানান, সুখবীর সিং বাদল এবং তাঁর সঙ্গীদের এক ঘন্টার জন্য শৌচাগার পরিষ্কার করতে হবে। এর পর তাঁরা স্নান করে লঙ্গর ঘরে খাবার পরিবেশন করবেন। তার পর, শ্রী সুখমনি সাহেব পাঠ করতে হবে। লঙ্গরে এক ঘন্টার জন্য বাসন ধুতে হবে। শ্রী দরবার সাহেবের বাইরে বসবেন বাদল। তাঁকে তানখাইয়া ঘোষণা করে তাঁর গলায় একটি ফলক পরানো হবে।

একইসঙ্গে অকাল তখত অকালি দলের প্রধানের পদ থেকে সুখবীরকে ইস্তফা দিতে বলেছে। এর আগে অগস্টে সুখবীর বাদলকে তনখাইয়া (দোষী) সাব্যস্ত করেছিল অকাল তখত। ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যখন তাঁর দল ক্ষমতায় ছিল, তখন তিনি অপরাধ করেছিলেন। গুরুগ্রন্থ সাহিবের অপমান করা রাম রহিমকে ক্ষমা করা হয়েছিল সেই সময়।

২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত পঞ্জাবের শাসন ক্ষমতায় ছিল অকালি দল। সুখবীর সিং বাদল ছিলেন ক্যাবিনেট মন্ত্রী। সেই সময় নেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্য়ই এই শাস্তি দেওয়া হল তাঁকে। ওই সময়কালে, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত প্রকাশ সিং বাদল। তাঁকে এর আগে অকাল তখত ‘ফখর-ই-কওম’ খেতাব দিয়েছিল। কিন্তু, তাঁর আমলেই ভুল সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল বলে, ওই খেতাবও প্রত্যাহার করল অকাল তখত। অকাল তখত জানিয়েছে, সেগুলি শুধু ভুল নয়, ‘পাপ’।