সিবিআইয়ের ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। বুধবার রাজ্য সরকারের এই অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে জমি দখল ও যৌন হেনস্তা নিয়ে সম্প্রতি আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশও বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এ ধরনের বেশ কয়েকটি দৃষ্টান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
কেন্দ্রের দাবি ছিল, রাজ্য সরকারের এই অভিযোগ গ্রহণযোগ্যতা নেই। এদিন তাদের সেই যুক্তি খারিজ করে দেয় শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১৩ আগস্ট। পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিবাল আগের দিনের শুনানিতে বলেছিলেন, ২০১৮ সালের ১৬ নভেম্বর একটি মামলায় সিবিআই তদন্তের ব্যাপারে রাজ্য সরকার অনুমতি প্রত্যাহার করে নিয়েছিল। তারপরেও কেন্দ্র সরকার তদন্তকারী সংস্থাকে রাজ্যে ঢোকার অনুমতি দিতে পারে না।কেন্দ্রের তরফে কৌঁসুলি তুষার মেহতা বলেন, কেন্দ্রীয় সরকার কিংবা তার কোনও দফতরের সিবিআই তদন্তের উপর নিয়ন্ত্রণ করার অধিকার থাকে না।
পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। গত তিন বছর ধরে এই মামলা শীর্ষ আদালতে ঝুলে রয়েছে। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। আগের শুনানিতে তিনি জানান, রাজ্যের অনুমতি বা ‘জেনারেল কনসেন্ট’ ছাড়া সিবিআই কোনও মামলায় তদন্ত করতে পারে না। রাজ্যে ঢোকার আগে তাদের অনুমতি নেওয়া প্রয়োজন। না হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এর প্রভাব পড়তে পারে বলে জানান তিনি। অভিযোগ, সিবিআই কোনও মামলায় ঢুকলে তার সূত্র ধরে ইডিও ঢুকে পড়ছে। এই পরিস্থিতির বদল হওয়া দরকার।