Tamil Nadu: 10 passengers from Lucknow killed as fire guts private party coach at Madurai railway yard

Tamil Nadu: দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন, মৃত্যু অন্তত ১০ জনের

ফের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। আজ ভোরে তামিলনাড়ুর মাদুরাইতে একটি ট্রেনে অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গিয়েছে। সেই ঘটনায় অন্তত ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এদিকে এই অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে।

রেল সূত্রে খবর, তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ওই কামরাটি ব্যক্তিগত ভাবে ভাড়া নেওয়া হয়েছিল। ওই কামরার যাত্রীরা এসেছিলেন উত্তরপ্রদেশের লখনউ থেকে। ওই কামরার যাত্রীরা উত্তরপ্রদেশের লখনউ থেকে আসছিলেন। রেল সূত্রে খবর, ওই কামরাতে একটি গ্যাস সিলিন্ডার। সেখান থেকেই এই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান।

আরও পড়ুন: Narendra Modi: ব্রিকস-এর মঞ্চে পড়ে ভারতের তেরঙা! দেখতে পেয়েই তুলে রাখলেন মোদী

জানা গিয়েছে, লখনউ থেকে পর্যটকরা একটি কামরা ভাড়া করেছিলেন ট্রেনের। সেই কামরাটি মাদুরাই-পুনালুর এক্সপ্রেসের সঙ্গে করে এসেছিল। ভোর ৪টে নাগাদ সেটি মাদুরাই এসে পৌঁছায়। তবে পর্যটকদের ভাড়া করা কামরাটি আর স্টেশনে যায়নি। সেটি স্টেশন থেকে ১ কিমি দূরেই দাঁড় করানো হয়। আজ সকালে যখন তারা চা তৈরি করতে যান তখনই গ্যাস জ্বালাতে গিয়ে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। তাতে ভস্মিভূত হয়েই মৃত্যু হয় ১০ পর্যটকের। ২০ জন যাত্রী আহত হন এই অগ্নিকাণ্ডে। জানা গিয়েছে, প্রাইভেট কামরাটি গত ১৭ অগস্ট যাত্রা শুরু করেছিল। পর্যটকদের সেই পার্টির আগামিকালই চেন্নাইতে ফেরার কথা ছিল।

রেল সূত্রের খবর, আইআরসিটিসির (IRCTC) বিশেষ ট্রেন ভারত গৌরব এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছে। উত্তরপ্রদেশের লখনউ থেকে ওই বিশেষ ট্রেনটি রামেশ্বরম যাচ্ছিল। ওই বিশেষ ট্রেনে উত্তরপ্রদেশের বহু তীর্থযাত্রী ছিলেন।

আরও পড়ুন: Honey Trap: সোশ্যাল মিডিয়াতে প্রেম, যৌনতার ফাঁদ! আধা সেনাকে সতর্ক করল গোয়েন্দা বিভাগ