তামিলনাড়ুর এক মন্দিরের ওপর ভেঙে পড়ল ক্রেন। ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত ১০। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, নেমিলির মান্ডি আম্মান মন্দিরে উৎসবের জন্য এই অঞ্চলের শত শত মানুষ জড়ো হয়েছিল। দুর্ঘটনাটি ঘটেছিল ইভেন্টের সময়। মেইলেরু নামক এলাকায় লোকেরা ক্রেনে উঠে মন্দিরের বিগ্রহে মালা দেওয়ার চেষ্টা করেছিল।
ক্রেনটি তিনজনের ওজন সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে, এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং আরও ১০ জন গুরুতর আহত হয়। পুরো ঘটনাটি ধরা পড়ে এক পথচারীর ক্যামেরায়। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়, পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।
মৃতদের নাম মুঠুকুমার, বুপালন ও জোথিবাবু। আহতদের চিকিৎসার জন্য আরাককোনাম ও তিরুভাল্লুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে নেমিলি পুলিশ।