যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে (এমএসইউ) এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ ব্যক্তি নিহত ও অপর ৫ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। হামলার কয়েক ঘণ্টা পর সন্দেহভাজন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ফলে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪। সোমবার স্থানীয় রাত আটটা নাগাদ আচমকাই বিশ্ববিদ্যালয়ের একাধিক অংশে গুলি চালায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
বিশ্ববিদ্যালয় পুলিশের টুইটার বার্তার বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি আজ মঙ্গলবার জানায়, ‘আহত ৫ জন ছাড়াও আরও অন্তত ৩ ব্যক্তি নিহত হয়েছেন।বিশ্ববিদ্যালয় পুলিশের ভারপ্রাপ্ত উপ-প্রধান ক্রিস রোজম্যান প্রাথমিক বিবৃতিতে জানান, বিশ্ববিদ্যালয়ের বার্কি হল নামের একটি প্রশাসনিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন ভবনে হামলা চালান অজ্ঞাত বন্দুকধারী। রোজম্যান আরও জানান, স্থানীয় সময় রাত ৮টার কিছুক্ষণ পর হামলা শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে উভয় অবস্থানে গুলিবিদ্ধ মানুষ খুঁজে পায়।
রোজম্যান জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন মাস্ক পরিহিত বেঁটে পুরুষ। তিনি খুব সম্ভবত কৃষ্ণাঙ্গ। তাকে সর্বশেষ এমএসইউ ইউনিয়ন ভবনের সামনে থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।
হামলার পরে খালি করে দেওয়া হয় গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। কিছুক্ষণ পরেই অবশ্য পুলিশের তরফে জানানো হয়, নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে বন্দুকবাজ। আপাতত বিশ্ববিদ্যালয়ে কোনও হামলার সম্ভাবনা নেই। প্রসঙ্গত, স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে একাধিকবার বন্দুকবাজের হামলা হয়েছে। আইনের বদল ঘটিয়েও বন্দুকবাজদের দৌরাত্ম্যে লাগাম দেওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে শুরু করে ৪৮ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অন্যান্য কার্যক্রম বাতিল করা হয়েছে।