বাংলায় পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে চারজনের সত্য়ানুসন্ধান কমিটি গঠন করেছে বিজেপি। পাল্টা মণিপুর হিংসা নিয়ে সত্য়ানুসন্ধান কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস।
চার সাংসদ থাকছেন তৃণমূলের প্রতিনিধি দলে। থাকছেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং দোলা সেন। এদিন চার সদস্যের নাম ঘোষণা করে টুইটারে তৃণমূলের তরফে লেখা হয়, “ডবল ইঞ্জিন সরকারের রাজ্য মণিপুর জ্বলছে তিন মাস ধরে। কিন্তু বিজেপি সরকার সেদিকে ভ্রুক্ষেপই করেনি। তাই তৃণমূল প্রতিনিধি দল সেখানে পৌঁছে কিছুটা স্বস্তি দেবে মানুষকে।”
আগামী ১৪ জুলাই,শুক্রবার মণিপুরের রাজধানী ইম্ফল সহ হিংসা কবলিত অঞ্চলে যাচ্ছে তৃণমূলের সত্য়ানুসন্ধান কমিটির চার সদস্যের দল। মণিপুরে বিজেপি শাসিত রাজ্যে ভয়াবহ হিংসায় দেড়শোরও বেশী মানুষ মারা গিয়েছেন। ঘরছাড়া হয়েছেন অন্তত কুড়ি হাজার। এখনও বহু মানুষ ত্রান শিবিরে আছেন। দেড় মাসেরও বেশী সময় রাজ্যে ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা আছে।
আরও পড়ুন: Maharashtra: নিয়ন্ত্রণ হারিয়ে ধাবায় ঢুকে পড়ল ট্রাক, পিষে মৃত্যু অন্তত ১৫ জনের
৩ মাস ধরে উত্তপ্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর (Manipur)। মেইতে জাতিগোষ্ঠীকে তফসিলি জাতিভুক্ত করা যায় কি না, তা নিয়ে হাইকোর্টের রায়কে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। আদালতের এই রায় মানতে নারাজ রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী মানুষ। লাগাতার সংঘর্ষে বাড়ছে প্রাণহানি। আতঙ্কিত জনতা রাজ্য ছেড়ে আশ্রয় নিচ্ছেন ভিন রাজ্য়ে। বিবদমান দলগুলির সঙ্গে আলোচনার টেবিলে বসে পরিস্থিতি সামাল দিতে সেখানে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), রয়েছেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে। এবার শান্তির বার্তা নিয়ে অশান্ত মণিপুরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেনন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু শেষপর্যন্ত অনুমতি মেলেনি। এবার সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল।পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, উত্তর-পূর্বের এই রাজ্যে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছে সরকার!
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁরা রাজ্যে ঘুরে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে মণিপুরে প্রতিনিধি দল পাঠানোর কথা জানাল তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, বিজেপির পদক্ষেপের পালটা হিসেবে দল পাঠাচ্ছে তৃণমূল।
আরও পড়ুন: Fraud: ডাক্তার সেজে ১৫ মহিলাকে বিয়ে! দীর্ঘ এক দশক পর প্রতারককে ধরিয়ে দিল এই দুর্বলতা