TMC says Dilip Ghosh should apologize to Mamata Banerjee

‘নিঃশর্তে ক্ষমা চান দিলীপ ঘোষ’, মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুমন্তব্য নিয়ে রাজ্যপালকে নালিশ তৃণমূলের

মুখ্যমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলুন দিলীপ ঘোষকে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে গিয়ে এই কথাই জানাল তৃণমূলের প্রতিনিধি দল। সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের এই মন্তব্যের পরই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্যপালের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূলের প্রতিনিধি দল।

দিলীপ ঘোষ (Dilip Ghosh) মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই ইস্যু নিয়ে এবার রাজভবনের দ্বারস্থ হল তৃণমূল প্রতিনিধিদল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে সেখানে যান শশী পাঁজা, কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়-সহ ৭ জন। রাজ্যপালের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানিয়ে তাঁকে অবিলম্বে গ্রেপ্তারির দাবি তুলেছেন প্রতিনিধিরা। ঘণ্টাখানেক ধরে রাজভবনে আলোচনা করেন তাঁরা। বেরিয়ে সাংবাদিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন কাকলি ঘোষ দস্তিদার, কুণাল ঘোষরা।

আরও পড়ুন: Sujit Adhikari: হল না শেষরক্ষা, আটতলার কার্নিশ থেকে পড়ে যাওয়া যুবকের মৃত্যু

বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্য, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, ‘‌দিলীপ ঘোষ যেভাবে মুখ্যমন্ত্রীর পরিবার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানাতেই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলাম। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান। তাই তাঁর কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি।’‌ একইসঙ্গে তিনি জানান, ‘‌এর আগেও দিলীপবাবু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। মা দুর্গার প্রতিও অবমাননাকর মন্তব্য করেছেন।’‌

আরও পড়ুন: রেডি ৩০ হাজার চাকরি’, ঘোষণা খোদ মুখ্যমন্ত্রী মমতার