Today Gold Price In Kolkata and India

Gold Price Today: দেশজুড়ে সোনার দামে বড় ধস, কলকাতায় আরও সস্তা

ঘূর্ণিঝড়ের মাঝে বিরাট খবর ৷ কলকাতায় গ্রাম প্রতি সোনার দামে বিশাল পরিবর্তন হয়েছে গতকালের থেকে আজ সোনার দাম আরও সস্তা হয়েছে ৷ কলকাতায় ২২ ও ২৪ ক্যারাট সোনার গ্রামে গ্রামে দাম আরও সস্তা হয়েছে ৷

কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৪,৭১০ টাকা (কমেছে ৪০ টাকা), ৮ গ্রামের দাম ৩৭,৬৮০ টাকা (কমেছে ৩২০ টাকা) ৷ কলকাতায় ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৪৭,১০০ টাকা (কমেছে ৪০০ টাকা), ১০০ গ্রামের দাম ৪,৭১,০০০ টাকা (কমেছে ৪,০০০ টাকা) ৷ এমন নয় যে সোনার দাম শুধুমাত্র ২২ ক্যারাটের ক্ষেত্রেই সস্তা হয়েছে ৷ ২৪ ক্যারাট অর্থাৎ খাঁটি সোনার দামেও বড়সড় পতন লক্ষ করা গিয়েছে ৷

আরও পড়ুন: Jharkhand: জামশেদপুরে টাটা ইস্পাত কারখানায় ভয়াবহ আগুন, আহত অন্তত ৩ শ্রমিক

কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,১৩৮ টাকা (কমেছে ৪৩ টাকা), ৮ গ্রামের দাম ৪১,১০৪ টাকা (কমেছে ৩৪৪ টাকা) ৷১০ গ্রামের দাম ৫১,৩৮০ টাকা (কমেছে ৪৩০ টাকা), ১০০ গ্রামের দাম ৫,১৩,৮০০ টাকা (কমেছে ৪,৩০০ টাকা) ৷ কলকাতায় ২২ ও ২৪ ক্যারাট সোনার ১, ৮, ১০ ও ১০০ গ্রামের ক্ষেত্রে মোট সোনার দাম কমেছে সাড়ে ৯ হাজার টাকারও বেশি (৯,৫০০ টাকার বেশি ২২ ও ২৪ ক্যারাটে সোনার দাম পড়েছে) ৷

উল্লিখিত দামগুলি জিএসটি, টিএসএস বা অন্য শুল্ক ছাড়া, কেনার সময়ে উপযুক্ত শুল্ক ধার্য করে বিক্রি করা হবে ৷

আরও পড়ুন: Wheat Price Hike: রেকর্ড উচ্চতায় আটার দাম, মাথায় হাত মধ্যবিত্তের