উত্তরাখণ্ডের গাড়োয়ালে হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ শিখরের অদূরে মঙ্গলবারের তুষারধসে মৃত আরও পাঁচ পর্বতারোহীর দেহ উদ্ধার করা হল বৃহস্পতিবার। এ পর্যন্ত মোট ন’জনের দেহ উদ্ধার করা হল সেখানে। উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাদের পর্বতারোহী দলের ২২ জন নিখোঁজ।
মৃতদের মধ্যে রয়েছেন উত্তরাখণ্ডের লোনথ্রু গ্রামের বাসিন্দা এভারেস্টজয়ী পর্বতারোহী সবিতা কাঁসওয়াল। মাত্র ২৬ বছর বয়সী সবিতা পেশায় ছিলেন উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র ‘নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং (নিম)’-র প্রশিক্ষক। ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ অভিযানের জন্য ‘নিম’-র মোট ৪১ জনের একটি দল রওনা দিয়েছিল। সেখানে ছিলেন সবিতা সহ মোট ১০ জন প্রশিক্ষক। সবিতার সঙ্গেই তুষারধসে প্রাণ হারিয়েছেন নেহেরু ইন্সটিটিউটের আরও এক প্রশিক্ষক নাউমি।
আরও পড়ুন: দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ, ৫ বছরের জন্য নিষিদ্ধ PFI-সহ শাখা সংগঠনগুলি
গাড়ওয়াল হিমালয়ের অন্তর্গত ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ পর্বতশৃঙ্গের উচ্চতা ৫,৬৭০ মিটার। অঞ্চলটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। পর্বতারোহণ বিশেষজ্ঞদের মতে, পাহাড়ের ঢালে জমতে থাকা বরফের স্তূপ হঠাৎ ধসে পড়ায় প্রাণহানি হয়েছে সবিতা সহ অন্যান্যদের।
উত্তরাখণ্ড প্রশাসন সূত্রের খবর অনুযায়ী, ৪১ জনের মধ্যে ছিলেন বাংলার তিনজন। তাঁরা সহ মোট ২২ জন শিক্ষার্থীরা নিখোঁজ। তবে, বুধবার উদ্ধারকারী দলের সদস্যরা আরও ৬টি দেহের সন্ধান পেয়েছেন। কিন্তু প্রতিকূল আবহাওয়া এবং দুর্গমতার কারণে এখনও পর্যন্ত সেগুলি উদ্ধার করা সম্ভব হয়নি।
Uttarkashi avalanche disaster | A total of 9 bodies have been recovered, including four that were brought down on Oct 4 & 5 that were retrieved today. As many as 29 trainees are still stranded: Nehru Institute of Mountaineering pic.twitter.com/aFUeAcxK28
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 6, 2022
ইন্সটিটিউট সূত্রের খবর, ডোকরানি বামক হিমবাহের কাছে একটি শিবির তৈরী করেছিলেন ৪১ জন পর্বতারোহীর দল। পাহাড় থেকে ধসে পড়া বরফের নীচে যেটি চাপা পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং এনডিআরএফ। তৎক্ষণাৎ মোট ১২ জনকে উদ্ধার করে বায়ুসেনার কপ্টারে তাঁদের দেরাদুন আনা হয়।
আরও পড়ুন: Petrol: আপাত-স্বস্তি, পেট্রল-ডিজেলে ২ টাকা অতিরিক্ত শুল্ক বসবে এক মাস পর