Tragic consequences of traveling! 6 dead in Howrah bus overturns in Odisha

ঘুরতে গিয়ে করুণ পরিণতি ! ওড়িশায় বাস উলটে মৃত হাওড়ার ৬

মঙ্গলবার গভীর রাতে ওড়িশার গঞ্জম-কান্ধমাল সীমান্তের কলিঙ্গ ঘাঁটিতে একটি পর্যটকবাহী বাস উলটে যায়। যার জেরে পশ্চিমবঙ্গের অন্তত ছয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হাওড়ার উদয়নারায়ণপুর এলাকার ৭৬ জন যাত্রী নিয়ে বাসটি মঙ্গলবার বিকেলে কান্ধমালের দারিঙ্গিবাদি এলাকা থেকে যাত্রা শুরু করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম যাচ্ছিল।

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই বাসে মোট ৭৬ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার গভীর রাতে বাসটি কলিঙ্গ ঘাটের কাছেই ছিল। সেই সময়ে আচমকাই ব্রেক ফেল করে বাসটি উল্টে যায়। ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে ঘুমে থাকায় অধিকাংশ যাত্রী সাবধান হতে পারেননি। ফলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে খবর। বিষয়টি নিয়ে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানিয়েছেন, দুর্ঘটনার জেরে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ভঞ্জননগর থানার পুলিশ। বাসটি এতটাই গতিতে চলছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলেই পাঁচ জন মারা গিয়েছেন। হাসপাতালে আরও ১ জন মারা যান বলেই জানিয়েছে ভঞ্জননগর থানার পুলিশ ।