Train Accident: Howrah-Mumbai train derailment : Two killed, 20 injured as 18 coaches derail in Jharkhand

Train Accident: ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে হাওড়া- সিএসএমটি মুম্বই এক্সপ্রেস, হত ২, জখম ২০

মঙ্গলবার ভোরে ফের রেল দুর্ঘটনা। ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। প্রাথমিক ভাবে খবর, দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত ১৮টি কামরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী।

যে ১৮টি কামরা বেলাইন হয়েছে, তার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কামরা। বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। সিংভূম পশ্চিমের ডিসিকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ১৮টি কামরা লাইনচ্যুত হয়েছে এবং দুর্ঘটনার জেরে দু’জনের মৃত্যু হয়েছে ও ২০ জন আহত হয়েছেন।

গত কয়েকমাসে পরপর রেল দুর্ঘটনার ছবি সামনে এসেছে। ঘটনায় বারবার প্রশ্নের মুখে উঠছে যাত্রী নিরাপত্তা। কাঠগড়ায় রেল। এসব আলোচনার মাঝে মধ্যরাতে ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী রেল। মঙ্গলবার রাত ৩টা ৪৫ নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ল ১২৮১০, হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল। জানা গিয়েছে রাজখারসয়ান এবং বরাবাম্বু স্টেশনের মাঝে আচমকাই ঘটে এই দুর্ঘটনা।

এই দুর্ঘটনার কারণ কী? সেকথা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রেল লাইনে থাকা মালগাড়ির বগির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি কেন্দ্রকে কাঠগড়ায় তুলে এক্সে লিখেছেন, ‘আর কতদিন আমাদের এসব সহ্য করতে হবে? কেন্দ্রীয় সরকারের এই অকর্মণ্যতার কি কোনও শেষ নেই?’

দুর্ঘটনার পর দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৩টে ৪৩মিনিটে দুর্ঘটনার কবলে পড়েছিল ট্রেনটি। উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে। দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তিনি। এ ছাড়া আরও পাঁচ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।