Train Ticket: From November 1, advance train ticket booking limited to 60 days

Train Ticket: কমল আগাম টিকিট কাটার সময়, এবার দূরপাল্লার ট্রেনের টিকিট মিলবে দু-মাস আগে

উৎসবের মরশুমে বড়সড় পরিবর্তন আনল রেল দফতর। ট্রেনে আসন সংরক্ষণের জন্য নির্দিষ্ট সময় কমিয়ে দিল রেল। আর চারমাস নয়। এবার দূরপাল্লার ট্রেনে টিকিট বুকিং করা যাবে দু-মাস আগে।

নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে টিকিট বুকিংয়ের সময়সীমা ৪ মাস থেকে কমিয়ে ২ মাস করা হচ্ছে। ১ নভেম্বর থেকে কার্যকর হবে নয়া নিয়ম। তবে এর ৩১ অক্টোবর পর্যন্ত যারা পুরনো নিয়মে টিকিট কাটবেন তা বৈধ হিসেবেই গণ্য হবে। টিকিট বাতিল করা যাবে ৬০ দিন আগেই।তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেস-এই দুটি ট্রেনে আসন সংরক্ষণের জন্য মানতে হবে ১২০ দিনের সময়সীমাই। তবে বিদেশিদের জন্য পুরনো নিয়মই কার্যকর থাকছে। তাঁদের ৩৬৫ দিন আগেই টিকিট বুকিং করতে হবে।

রেলের এমন সিদ্ধান্তে খুশি ভ্রমণপ্রিয় মানুষজন। তাঁদের বক্তব্য, অনেক সময়ই চারমাস আগে ভ্রমণের পরিকল্পনা করা যায় না। কিন্তু শুধুমাত্র টিকিট কাটার জন্য তা করতে বাধ্য হতেন। কারণ চারমাস সময়ের মধ্য়ে ভাল-মন্দ অনেক কিছু হতে পারে। অনেক সুবিধা-অসুবিধা হতে পারে। এখন টিকিট কাটার সময় কমে দু-মাস হওয়ায় এই সমস্যা থেকে বের হতে পারবেন তাঁরা।