Tripura Assembly: Chaos in Tripura assembly over porn clip watched by BJP MLA, 5 members suspended

Tripura Assembly: অধিবেশন চলাকালীনই পর্নে মত্ত BJP বিধায়ক! শুদ্ধিকরণে গঙ্গাজল কংগ্রেসের, ধুন্ধুমার

বিধানসভায় বসে পর্ন ছবি দেখার পর কেটে গিয়েছে ৩ মাসের বেশি সময়। এখনও অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিজেপি। প্রতিবাদে এবার বিধানসভাই কার্যত অচল করে দিল বিরোধীরা। শুক্রবার বিরোধী এবং শাসকদলের বিধায়কদের বিক্ষোভে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলে বিধানসভার অন্দরে।

এপ্রিল মাসে অধিবেশন (Assembly session) চলাকালীন ত্রিপুরা বিধানসভার (Tripura Assembly) মধ্যে পর্ন সিনেমা (porn movie) দেখতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন বিজেপি বিধায়ক যাদব লাল নাথ (BJP MLA Jadav Lal Nath)। যার ভিডিয়ো (Video) পরবর্তী সময়ে ভাইরাল (Viral) হয়েছিল সোশ্যাল মিডিয়াতে (Social Media)। ত্রিপুরার বাগবাসা কেন্দ্রে (Bagbassa Assembly) সিপিআইএম (CPIM) প্রার্থীকে পরাজিত করে এবারই প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন যাদব লাল নাথ।  মুখে আদর্শের কথা বললেও কর্নাটকের মতো ত্রিপুরাতেও বিধানসভার মধ্যে বিজেপি বিধায়কের পর্ন দেখার ঘটনা গেরুয়া শিবিরের আসল রূপ বলে কটাক্ষ করেছিল বিরোধীরা। শুক্রবার ফের সেই বিষয়কে কেন্দ্র করে তুমুল গণ্ডগোল (ruckus) হতে দেখা গেল ত্রিপুরা বিধানসভায়।

আরও পড়ুন: Monsoon Session: ২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু, পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল

ত্রিপুরার বাগবাসা কেন্দ্রে (Bagbassa Assembly) সিপিআইএম (CPIM) প্রার্থীকে পরাজিত করে এবারই প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন যাদব লাল নাথ।  মুখে আদর্শের কথা বললেও কর্নাটকের মতো ত্রিপুরাতেও বিধানসভার মধ্যে বিজেপি বিধায়কের পর্ন দেখার ঘটনা গেরুয়া শিবিরের আসল রূপ বলে কটাক্ষ করেছিল বিরোধীরা। শুক্রবার ফের সেই বিষয়কে কেন্দ্র করে তুমুল গণ্ডগোল (ruckus) হতে দেখা গেল ত্রিপুরা বিধানসভায়।

এরপরই অশান্তির অভিযোগ এনে বিধানসভা অধিবেশন থেকে শুক্রবারের জন্য বহিষ্কার করা হল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, সিপিএম বিধায়ক নয়ন সরকার, তিপ্রামোথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, নন্দিতা রিয়াং, বৃষকেতু দেববর্মাকে। ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন জানান, বিধানসভার কাজে বাধা দেওয়া এবং অসংসদীয় কাজের জন্যই ওই পাঁচ বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচজনকে সাসপেন্ড করার প্রতিবাদে বিরোধী দলের সমস্ত বিধায়ক বিধানসভা থেকে ওয়াক আউট করেন।

আরও পড়ুন: Delhi court: দুই গোষ্ঠীর বিবাদের জের, দিল্লির আদালতে গুলি চালালেন আইনজীবী, দেখুন Video