Ujjain: On Camera, 12-Year-Old Girl, Raped And Bleeding, Seeks Help, Shooed Away

Ujjain: রক্তে ভেজা অর্ধনগ্ন শরীর, আড়াই ঘণ্টা বাড়ি বাড়ি ঘুরেও সাহায্য পেল না ১২ বছরের ধর্ষিতা

রক্তে ভিজে গিয়েছে শরীর। সর্বাঙ্গ ঢাকার মতো পোশাকটাও নেই। কাতরাতে কাতরাতে একটার পর একটা ঘরের দরজার কড়া নেড়ে চলেছে ১২ বছরের বালিকা। অভিযোগ, এক জনও তাকে ওই অবস্থায় দেখে সাহায্য করতে এগিয়ে আসেননি। জানতে চাননি, তার কী হয়েছে। অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়। রক্তাক্ত শরীরটাকে টেনেহিঁচড়ে অসহায় ভাবে বালিকার ওই বাড়ি বাড়ি ঘোরার দৃশ্য বন্দি হয়েছে এলাকার সিসি ক্যামেরায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী-তে।

ঘটনাটি ঘটছে মধ্যপ্রদেশের রাজধানী উজ্জয়িনী থেকে ১৫ কিলোমিটার দূরে বদনগর রোডে। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই নির্মম দৃশ্য। রাস্তায় বাড়ি বাড়ি ঘুরেও ন্যূনতম সাহায্য না পেয়ে কোনওমতে এক টুকরো কাপড়ে শরীর ঢেকে একটি আশ্রমে গিয়ে পৌঁছায়। সেখানকার পুরোহিত তাকে দেখেই বুঝতে পারেন, ভয়ঙ্কর কিছু হয়েছে নাবালিকার সঙ্গে। কিশোরীকে নিয়ে দেরি না করে একটি হাসপাতালে যান তিনি। সেখানেই শারীরিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, ধর্ষণের শিকার হয়েছে ওই কিশোরী।

আরও পড়ুন: Rahul Gandhi: গায়ে লাল উর্দি- ব্যাজ নম্বর ৭৫৬! এ বার কুলি অবতারে রাহুল

তার আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে ইন্দোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় থানায়। শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যাওয়ায় কিশোরীকে রক্ত দেওয়ার দরকার ছিল। সেই কাজে এগিয়ে আসেন পুলিশকর্মীরা। চিকিৎসার পর নিগৃহীতা কিশোরীর (Ujjain Minor raped) শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

কিন্তু মেয়েটির নাম-পরিচয়, ঠিকানা কিছুই জানতে পারেনি পুলিশ। কথা বলার মতো অবস্থাতেও নেই মেয়েটি। কারা তার এই অবস্থা করেছে, সেটাও এখনও জানা সম্ভব হয়নি। তবে উজ্জয়িনীর পুলিশ সুপার সচিন শর্মা জানিয়েছেন, পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খুঁজে বার করার জন্য একটি বিশেষ তদন্তকারী দলও (সিট) গঠন করা হয়েছে। তাঁর কথায়, ‘‘মেয়েটি ঠিক ভাবে কিছুই বলতে পারছে না। তবে যেটুকু আন্দাজ করা যাচ্ছে, ওর বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কিংবা তার আশপাশে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।’’

বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী। এক্স মাধ্যমে রাহুল লেখেন, উজ্জয়িনীতে একটি বারো বছরের মেয়ে সঙ্গে যা হয়েছে তা ভারত মাতার বুকে আঘাতের মতো। মধ্য প্রদেশের মতো রাজ্যে দেশে সবচেয়ে বেশি সংখ্যায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ হয়। নাবালিকা ধর্ষণের ঘটনাও এরাজ্যে সবচেয়ে বেশি। মধ্য প্রদেশের বিজেপি সরকার এই ধরনের অপরাধ রুখতে অক্ষম। রাজ্যে কোনও ন্যায়বিচার, আইন বা মানবাধিকার নেই। মধ্য প্রদেশের মেয়েরা যে অবস্থায় রয়েছে তার জন্য গোটা দেশ লজ্জিত। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কোনও লজ্জা নেই। ভোটের প্রচারে মধ্যপ্রদেশের মেয়েদের চিত্কার চাপা গিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Rozgar Mela 2023: খড়্গপুর আইআইটিতে ‘চাকরির মেলা’! মিলছে সরকারি চাকরি!