Umbrella became expensive, diamond became cheap, people shared memes after seeing the budget

Union Budget 2022: দাম বাড়ল ছাতার! সস্তা হল হিরে, মিমের বন্যায় নেট দুনিয়ায়

মঙ্গলবার ২০২২–২৩ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এদিন বেশ কিছু জিনিসের ওপর বসানো শুল্কের রদবদল করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর ফলে বেশ কিছু জিনিসের দামের হেরফের হবে। যেমন আমদানি শুল্ক কমানো হয়েছে মোবাইল ফোনের। তাই বিদেশ থেকে আনা মোবাইলের দাম সস্তা হবে।
পালিশ করা হিরের উপর শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। ফলে দাম কমবে হিরে এবং হিরের গয়নার। আবার ছাতার ওপর শুল্ক ২০ শতাংশ বাড়ানো হয়েছে। যার ফলে রোদ, বৃষ্টি থেকে বাঁচায় যে ছাতা, তার দাম বাড়বে। আর তাতেই বিপাকে মধ্যবিত্ত। কিছুটা হতবাকও। যেখানে হিরের গয়নার দাম কমছে, সেখানে কেন ছাতার দাম বাড়ছে। এই নিয়েই এখন মিমের বন্যা সোশাল মিডিয়ায়।

এক নেটনাগরিক লিখলেন, ‘‌২০২২ সালের বাজেটের হাইলাইটস কী?‌ ছাতার দাম বৃদ্ধি।’‌ আর এক জন লিখলেন, ‘‌ছাতার ওপরও শুল্ক?‌ সত্যি?‌’‌ আর এক জন আবার লিখলেন, ‘‌মধ্যবিত্তদের জন্য এই বাজেট সত্যিই চাপের। একটা ছাতার তলায়ও আশ্রয় নিতে পারবে না তারা।’‌ জনৈক লিখলেন, ‘‌হিরের গয়নার শুল্ক কমল। যা কিনা ধনীরা ব্যবহার করে। আর ছাতার দাম বাড়ল, যা গরিবদের কাজে লাগে। এই সরকার বাজেটে কাদের গুরুত্ব দিয়েছে, স্পষ্ট।’‌

আরও পড়ুন:

অন্যদিকে, গত বছরের মতোই এ বারও অপরিবর্তিতই রইল আয়কর কাঠামো। আর এর জেরেই টুইটারে সমস্ত ‘হ্যাশট্যাগ’ ছাপিয়ে গেল মধ্যবিত্তের না পাওয়ার বেদনা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ করে একের পর এক মিমে ছয়লাপ নেটমাধ্যম।

কর নিয়ে মধ্যবিত্তের আগ্রহকে কটাক্ষ করে লেখা হয়েছে, ‘করকাঠামো পরিবর্তন না হতে পারে, তা বলে আমি প্রতিবার আগ্রহভরে বাজেট দেখা ছাড়ব না। হার মানব না।’

কোথাও মুন্নাভাই ও সার্কিটকে দিয়ে নিজের বেদনা বোঝাচ্ছে মধ্যবিত্ত। যেখানে সার্কিট মুন্নাভাইকে বলছে, ‘ভাই, এ তো শুরুর আগেই শেষ!’

বাজেট দেখে আশা ভঙ্গের যন্ত্রণা ফুটে উঠেছে অজয় দেবগণের বক্তব্যে। অজয়কে বলতে শোনা যাচ্ছে, ‘‘আজও কিছুই বদলালো না। যেমনটি ছিল, ঠিক তেমনটিই আছে।’’

আরও পড়ুন: