ভারতে বেকারত্বের হার অনেকটা বাড়ল ডিসেম্বরে। সংক্রমণের জেরে ২ বছর ধরেই কর্মসংস্থান কমছে। বাড়ছে বেকারত্ব। বহু মানুষ কাজ হারিয়েছেন। ফেলে আসা ডিসেম্বরে ভারতে বেকারত্বের হার পৌঁছে গেছে ৭.৯ শতাংশে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি-র দেওয়া খতিয়ানে বিষয়টি সামনে এসেছে।
করোনা অতিমারীর ধাক্কা সারিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল অর্থনীতি। এরইমধ্যে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আশঙ্কার মেঘ ঘনিয়েছে। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব সংক্রান্ত নিষেধাজ্ঞা ও বিভিন্ন রাজ্যে বিধিনিষেধের ফলে আর্থিক কাজকর্ম ও গ্রাহকদের মনোভাব ফের ধাক্কা খেয়েছে। সিএমআইই-র তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে বেকারত্বের হার ডিসেম্বরে আগের মাসের ৮.২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯.৩ শতাংশ। গ্রামাঞ্চলে এই হার নভেম্বরের ৬.৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৩ শতাংশ।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা, বৈষ্ণদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত