Union Budget 2023-24: Massive cut in funds for madrasas; merit-cum means scholarship

Union Budget 2023-24: মাদ্রাসার তহবিলে ব্যাপক কাটছাঁট, কমানো হল ৮৭ শতাংশ বৃত্তি

কেন্দ্রীয় বাজেট ২০২৩ এ ফের কোপ পড়লো মাদ্রাসার ঘাড়ে। কমিয়ে দেওয়া হল স্কলারশিপের টাকা। কারিগরি শিক্ষা ও অন্য প্রফেশনাল কোর্সের জন্য যে স্কলারশিপ দেওয়া হতো সেই স্কলারশিপের ৮৭ শতাংশ কেটে নেওয়া হল। মুসলিম পড়ুয়াদের জন্য বাজেট বরাদ্দ হয়েছে মাত্র ৪৪ কোটি টাকা। যা গোটা দেশের তুলনায় আসলে কিছু নয়। গত বাজেটেও বৃত্তি প্রকল্পের জন্য ৩৬৫ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। একদিকে মোদী সরকার মুসলিমদের পাশে টানার কথা বলছে, একই সঙ্গে মুসলিম পড়ুয়াদের বা]ততই কমিয়েও দেয়া হচ্ছে। কোনো বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ নয়, কেন্দ্রীয় বাজেটেই মিলেছে এর প্রতিফলন।

মাদ্রাসা এবং সংখ্যালঘু শিক্ষার জন্য ২০২২-২০২৩ সালে ১৬০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এবার ২০২৩ -২৪ -এ ১০ কোটিতে নামিয়ে আনা হয়েছে। যার অর্থ ৯৩ % বরাদ্দ কেটে নেওয়া হয়েছে।কেন্দ্রীয় বাজেট ২০২৩ -এ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে সংখ্যালঘুদের জন্য প্রাক-ম্যাট্রিক বৃত্তির জন্য ৯৯২ কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ২০২২ -২৩ সালে প্রাক-ম্যাট্রিক বৃত্তির জন্য বরাদ্দ ছিল ১,৪২৫ কোটি টাকা। বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বারবার সকলের অন্তর্ভুক্তির উপর জোর দিচ্ছিলেন। কিন্তু একবারের জন্যেও তিনি ধর্মীয়সংখ্যালঘুদের অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেননি।

তবে পোস্ট মেট্রিক স্কলারশিপ বাড়ানো হয়েছে। ২০২২ -২৩ বাজেটে এর জন্য বরাদ্দ হয়েছিল ৫৫০ কোটি টাকা। ২০২৩-২৪ বাজেট টা বেড়ে হয়েছে ১ ,০৬৫ কোটি টাকা। এক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য পোস্ট-ম্যাট্রিক বৃত্তি ১০৬ % বৃদ্ধি পেয়েছে।সংখালঘু পড়ুয়াদের জন্য মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ (এমএএনএফ) প্রোগ্রামটি আর রাখা হবে না। নবম এবং দশম শ্রেণীর সুবিধাবঞ্চিত এবং সংখ্যালঘু পড়ুয়ারা কেবল প্রাক-ম্যাট্রিকুলেশন স্কলারশিপের সুবিধাটা পাবে।