Union cabinet approves dearness allowance from 34 percent to 38 percent

DA: ফের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা কেন্দ্রের, রাজ্যের সঙ্গে বেতনের ফারাক কত?

দেশের প্রায় ১১.৫৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর, খুব তাড়াতাড়ি দীপাবলির উপহার পেতে চলেছেন আপনারা৷ পঞ্চম বেতন কমিশন অনুসারে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের ব্যবধান আরও বাড়ল।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বছরে দুবার সংশোধিত হয়। প্রথমটি হয় ১ জানুয়ারি, আর দ্বিতীয়টি ১ জুলাই। তবে, তা সাধারণত ঘোষণা করা হয় মে এবং সেপ্টেম্বর মাসে। কাজেই এদিনেক অনুমোদিত বর্ধিত হার গত ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে। তাই জুলাই এবং অগস্ট মাসের বকেয়া অর্থও পাবেন কর্মচারীরা। গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল।

আরও পড়ুন: দিনে আয় ১০২ কোটি! এনআইআর তালিকায় এক নম্বরে গৌতম আদানির দাদা বিনোদ

সেই সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হয়েছিল। এখন তা বেড়ে হল ৩৮ শতাংশ।রাজ্য সরকার সেখানে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণার ফলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে মহার্ঘ ভাতার ব্যবধান বেড়ে দাঁড়াল ৩৫ শতাংশ। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণার ফলে অন্তত ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী সুবিধা পেতে চলেছেন।

উপকৃত সরকারি কর্মীদের সর্বোচ্চ মূল বেতন ৫৬,৯০০ টাকা। নতুন হারে (৩৮%) মহার্ঘ ভাতা বাবদ প্রতি মাসে ২১,৬২২ টাকা পাওয়া যাবে। এতদিন পর্যন্ত ৩৪% হারে মিলত ১৯,৩৪৬ টাকা। ফলে মাসে ভাতা বাড়ল ২১,৬২২-১৯,৩৪৬ = ২২৬০ টাকা। ফলে বছরে বেতন বাড়ছে ২৭,১২০ টাকা।

আরও পড়ুন: দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ, ৫ বছরের জন্য নিষিদ্ধ PFI-সহ শাখা সংগঠনগুলি