UP: Bride fled with jewelry in the name of going to the bathroom.

UP: বাথরুমে যাওয়ার নাম করে গয়না নিয়ে পালালেন কনে

নগদ অর্থ ও অলংকার নিয়ে বিয়ের মাঝ থেকে পালিয়ে গেছেন এক কনে (UP Bride Takes Bathroom Break Mid-Wedding, Runs Away With Cash, Jewellery)। গত উত্তরপ্রদেশের ভারোহিয়ার শিব মন্দিরে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। সিতাপুর জেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।  কমলেশ কুমার নামে ৪০ বছর বছর বয়সী এক ব্যক্তি মন্দিরে নিজের দ্বিতীয় বিয়ে করতে যান। সেখানে ঘটে এ ঘটনা।

প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজতে থাকেন। তখন এক মধ্যস্থতাকারীকে ৩০ হাজার রুপি দেওয়ার মাধ্যমে ওই নারীর সঙ্গে বিয়ে ঠিক করেন। এরপর সব প্রস্তুতি সেরে বিয়ে করতে যান। পেশায় কৃষক কমলেশ কুমার বলেন, “শুক্রবার কনে তার মায়ের সঙ্গে মন্দিরে আসে। আমিও পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যাই। তাকে শাড়ি, সাজগোজের পণ্য, অলংকার দেই। বিয়ের অন্যান্য খরচও আমিই দিচ্ছিলাম।”

কমলেশ জানিয়েছেন, এক দালালকে নগদ ৩০ টাকা দিয়ে দ্বিতীয় বিয়ের জন্য এক পাত্রীকে পছন্দ করেছিলেন। সেদিন মন্দিরে পাত্রীর মা-ও উপস্থিত ছিলেন। বিয়ের আচার-অনুষ্ঠানের মধ্যে হঠাৎ শৌচাগারে যাওয়ার নাম করে পিঁড়ি থেকে উঠে যান কনে। তখন অর্ধেক আচার সেরে ফেলেছিলেন তাঁরা। সিঁদুরদানের আগেই নিখোঁজ হয়ে যান কনে।

পরে খোঁজাখুঁজি করে জানা যায়, তরুণী নগদ টাকা, সোনার গয়না নিয়ে পালিয়ে গিয়েছেন। এমনকী তাঁর মা-ও পালিয়ে যান। এ ঘটনার পর পুলিশে কোনও অভিযোগ জানাননি কমলেশ। পুলিশ জানিয়েছে, যুবকের তরফে অভিযোগ জানালে, বিষয়টি ঘিরে তারা তদন্ত শুরু করবে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র কুমার বলেছেন, তাদের কাছে কেউ কোনো অভিযোগ জানায়নি। কিন্তু অভিযোগ জানালে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।