‘‘মন্ত্রী কে বেটুভা বড়ি রঙদার বা, কিষান কে চাটি পে রনদাট মোটর বা, অ্যায় চৌকিদার, বোলো কে জিম্মেদার বা?’’ (মন্ত্রীর ছেলে ক্ষমতা দেখিয়ে কৃষকদের পিষে দিল নিজের গাড়ির চাকায়। চৌকিদার, এর দায় কার?) নেটদুনিয়া এখন মজে ভোজপুরী গায়িকা নেহা সিং রাঠৌরের ‘ইউপি মে কা বা’ নিয়েই।
দিন দুয়েক আগে ভোজপুরী ছবির জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিশন ‘ইউপি মে সব বা’ (উত্তরপ্রদেশে সব কিছু আছে) নামে একটি গানের ভিডিয়ো প্রকাশ করেছিলেন। নেহা তারই পাল্টা আর একটি গানের ভিডিয়ো এনেছেন সকলের সামনে।
পাঁচ মিনিটের ভিডিয়োয় উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন রবি। ভিডিয়োয় গেরুয়া পোশাক পরা অভিনেতাকে গানের সুরে বলতে শোনা গিয়েছে, ‘এটা যোগীর সরকার, এখানে আছে বিকাশের বাহার, আছে উন্নত সড়ক, এখানে অপরাধীদের ঠাঁই হয় জেলে, করোনা হেরে গিয়েছে, আছে সর্বত্র বিদ্যুৎ পরিষেবা— ইউপিতে আছে সব কিছু’। গত শনিবার ভিডিয়োটি প্রকাশের দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নিজের একটি ছবিও টুইটারে পোস্ট করেন রবি।
এই ভিডিয়োটি প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নেহা তাঁর নিজের ইউটিউব চ্যানেলে গানের ভিডিয়োটি প্রকাশ্যে আনেন। রবিকে বিঁধে তাঁর গানের নাম রেখেছেন, ‘ইউপি মে কা বা’। অর্থাৎ উত্তরপ্রদেশে আছে টা কী। মাত্র এক মিনিটের ভিডিয়োতেই যোগী সরকারকে প্রতি পদে আক্রমণ করেছেন সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় এই ভোজপুরী শিল্পী।
আরও পড়ুন: Delhi: ফুলের বাজারে ব্যাগ ভর্তি বিস্ফারক! রাজধানী জুড়ে চাঞ্চল্য
यू पी में का बा..!#नेहासिंहराठौर #UPMEKABA #UPELECTION2022#विधानसभाचुनाव2022 https://t.co/TWMAiW3gqH pic.twitter.com/bf4mej4mMy
— Neha Singh Rathore (@nehafolksinger) January 16, 2022
লখিমপুর খেরি থেকে উত্তর প্রদেশের মহামারী-পরিস্থিতি এবং সরকারের ভূমিকা, হাথরসের নৃশংস ঘটনা ১ মিনিট ১৯ সেকেন্ডের ওই গানের ভিডিও’তে উঠে এসেছে। ভোজপুরি মহিলার সাজে নেহা নিজেই সেই ভিডিও করেছেন। তাঁর গানের লাইনের তর্জমা করলে দাঁড়ায়, লক্ষ-লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গায়। কুকুরে খুঁটে খেয়েছে লাশ। গানের একেবারে শেষে রবিরই ভোজপুরী ছবির তুমুল জনপ্রিয় সংলাপ ব্যবহার করেছেন নেহা। বলেছেন, ‘জ়িন্দেগি ঝান্ডওয়া, ফিরভি ঘমন্ডওয়া’।
মন্দির-মসজিদ নিয়ে বিজেপি’র সাম্প্রদায়িক রাজনীতির প্রতিবাদও নেহা তাঁর গানের ভাষ্যে করেছেন। চিরাচরিত গানের থেকে সামান্য আলাদা র্যাপ গানের তালে-তালে এই প্রচার সোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রবিবার থেকেই। ঘরে-বাইরে নানাবিধ সমস্যায় এমনিতেই ব্যাকফুটে থাকা বিজেপি আরও অস্বস্তিতে পড়েছে। সাত দফায় উত্তর প্রদেশ বিধানসভার ৪০৩ আসনে ভোট শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে ৭ মার্চ পর্যন্ত। ফল ঘোষণা হবে ১০ মার্চ।